![]() |
আটক শাহিন মন্ডল |
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাখাল বুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামে চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আলাল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার গভীর রাতে আলালের মৃত্যু হয়। নিহত আলাল ওই গ্রামের মৃত মৌলদ হোসেন নাদু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়,গতকাল মঙ্গলবার বিকেলে পারিবারিক বিবাদের জের ধরে আলালের চাচাত ভাই একই গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে শাহিন মন্ডলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আলালকে আঘাত করে। এ সময় স্বামীকে রক্ষা করতে গেলে স্ত্রী শিল্পী বেগম (২৮) ও ভাই আনারুল (৫৫) প্রতিপক্ষের হামলায় আহত হয়। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে আলালের মৃত্যু হয়।
মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আজ ২৯ জানুয়ারী বুধবার সকালে শাহিন মন্ডলকে গোবিন্দগঞ্জ শহর এলাকা থেকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, নিহত আলালের চাচাতো ভাই শাহিন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।