![]() |
বামে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে শাহ আলমের লেখা ও সুরে গান গাচ্ছেন কন্ঠ শিল্পি সুলতানা পারভীন রুমা, ডানে শেখ শাহ আলম |
স্টাফ রিপোর্টার: বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট বালিকা অনুর্ধ সতেরো এর ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠান শনিবার বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠশির্পী সুলতানা পারভীর রুমা পরিবেশ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের লেখা ও সুরে “‘তোমরা ভুইলো নারে ভুইলো না ,বঙ্গমাতার দেশ প্রেমের কথা ভুইলো না,” শীর্ষক গানটি।
উল্রেখ্য বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেসাকে নিয়ে অনেক জনপ্রিয় গান রচনা করেছেন শেখ শাহ আলম।
এছাড়া সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় শেখ শাহ আলমের রচয়িত নৌকা মার্কার নির্বাচনমুখি গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।