
সেবা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলায় বিষাক্ত ক্যামিক্যাল দ্বারা ও অপরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে পাঁচ ফ্যাক্টরিকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহনুর জামান এই অভিযান পরিচালনা করেন।
এসময় টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত উপস্থিত ছিলেন।
মেজর তালাত জানান, বুধবার বিকেলে সদর উপজেলার তারটিয়া বিসিক শিল্প নগরীর পাঁচটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।
এসময় বিষাক্ত ক্যামিক্যাল এবং অপরিচ্ছন্নভাবে খাদ্য দ্রব্য তৈরি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় অভিযুক্ত ফ্যাক্টরি মালিক সৈয়দ নাজমুল আলমকে ৫০ হাজার, মোস্তাফিজুর রহমানকে ৮০ হাজার, মো. আতাউর রহমান খানকে ১০ হাজার, জুন্নুনকে ১০ হাজার ও আব্দুল মালেককে ১০ হাজার করে পাঁচ মালিককে মোট এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।