
কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান করোনার প্রাদুর্ভাবে কাজিপুরে ডেকোরেটর ব্যবসায় ধস নেমেছে। সামাজিক, রাজনৈতিক কোন কর্মকান্ড বা সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় বেকার হয়ে পড়েছে এই ব্যবসার সাথে জড়িত উপজেলার দুই শতাধিক কর্মজীবী মানুষ।
এরা না পারছে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে, না পারছে কারো নিকট বলতে। রবিবার তারা আর্থিক প্রণোদনা চেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
কাজিপুর ডেকোরেটর মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ জানান, করোনা ভাইরাসের কারণে সরকার সভা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় জলসা, আকিকাসহ সব ধরণের অনুষ্ঠান বন্ধ করেছে। এতে করে আমরা মালিক কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছি। এ কারণে অর্থনৈতিক সহায়তা ও বিনা সুদে ঋণ দেবার আহবান জানিয়েছি।’
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ দরখাস্ত পেয়েছি। আমাদের সরাসরি ঋন দেবার কোন সুযোগ নেই। তবে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’