শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনায় কর্মহীন ও অসহায়দের মাঝে শেরপুর জেলা পরিষদের সৌজন্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু জাফর।

রবিবার উপজেলার সিংগাবরনা ইউনিয়নের কর্ণঝোড়া বাজারে ও রানীশিমুল ইউনিয়নের রানীশিমুল বাজারসহ বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দেড় শতাধিক লোকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চিনি, সেমাই, সাবান ও  চাল, ডাল ও তেল সহ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য, জনপ্রতিনিধি ও গণমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু জাফর বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী আমরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছি। যাতে অসহায় মানুষরা কষ্টে না থাকে। তিনি এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন। 


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top