গাইবান্ধায় জীবানুনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন

S M Ashraful Azom
গাইবান্ধায় জীবানুনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় ১৩ মে বুধবার গাইবান্ধা পৌর অফিসের সামনে পৌরসভার বিভিন্ন সড়ক, মার্কেট ও বাজারে জীবানুনাশক ¯েপ্র কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জীবানুনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ্  মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। গাইবান্ধার নাগরিক সংগঠন জনউদ্যোগ এই জীবানুনাশক স্প্রে কার্যক্রমের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন জনউদ্যোগ, গাইবান্ধার আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, সনাক সদস্য অশোক সাহা, রবিদাস নেতা খিলন রবিদাস, হরিজন যুব ঐক্য পরিষদের নেতা সোহাগ বাশফোর প্রমুখ।

উল্লেখ্য, ১৩ মে থেকে ২২ মে পর্যন্ত দশদিনব্যাপী গাইবান্ধা পৌরসভার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করার কার্যক্রম পরিচালিত হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top