গত মাসে ১৫ কোটি টাকার চোরাচালান উদ্ধার

S M Ashraful Azom
গত মাসে ১৫ কোটি টাকার চোরাচালান উদ্ধার

সেবা ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল মাসে বাংলাদেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদক দ্রব্য উদ্ধার করেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে- ৩ লাখ ১০ হাজার ৬২১ ইয়াবা, ২২ হাজার ৯৫১ বোতল ফেনসিডিল, ১ হাজার ৪৩৯ বোতল বিদেশি মদ, ২৯০ লিটার বাংলা মদ, ২৯ ক্যান বিয়ার, ৫৬০ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৪টি ইনজেকশন, ২ হাজার ১৭৯টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ৮৭ হাজার ৪৭০টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়া অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ২ হাজার ৪৪টি কসমেটিকস সামগ্রী, ৩২টি শাড়ি, ১০০টি তৈরি পোশাক, ২৭৫ মিটার থান কাপড়, ৫৪৩ ঘন ফুট কাঠ, ১১১ কেজি চা পাতা, ১০ হাজার ১২০ কেজি কয়লা, ৩টি প্রাইভেটকার, ১টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা ও ৫৯টি মোটরসাইকেল।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ৩টি অন্যান্য ধরনের অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি আইইডি এবং ৭ রাউন্ড গুলি। এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৫ জন চোরাচালানীকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমে একজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয়কে আটকের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top