মায়ের ইচ্ছাপূরণ করতে নাগরপুরে ঈদ উপহার নিয়ে ছোট মনির

S M Ashraful Azom
মায়ের ইচ্ছাপূরণ করতে নাগরপুরে ঈদ উপহার নিয়ে ছোট মনির

সেবা ডেস্ক: মায়ের ইচ্ছা পূরণ করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়ায় তার নানা বাড়িতে এসে কর্মহীন ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বুধবার বিকেলে তিনি স্বপরিবারে তেবাড়িয়াতে তার নানা মরহুম ইসমাইল হোসেন খানের বাড়িতে এসে পৌছলে তাকে স্বাগত জানান তার নানা বাড়ির আত্মীয় স্বজনরা।

এ সময় সেখানে উপস্থিত আত্মীয় স্বজন ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাংসদ ছোট মনির বলেন, বিগত মা দিবসের দিন আমার মা হোসনে আরা বেগম আমাকে বলেন, বাবা তুমি তো বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছো কিন্তু আমার ইচ্ছা এবার ঈদের আগে তুমি তোমার নানার বাড়িতে গিয়ে অসহায় মানুষের জন্য কিছু কর। মায়ের এইটুকু ইচ্ছাপূরণ করতে আজ আমরা দুই ভাই, ভাবি সহ স্বপরিবারে এখানে এসে আপনাদের পাশে দাড়িয়েছি। আপনারা আমার মা ও আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতেও যেকোন বিপদে আপনাদের পাশে দাড়াতে পারি। এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, সাংসদের মা হোসনে আরা বেগম, বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি জেলা বাস ও কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ভাবী নিগার সুলতানা, ভাগ্নে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীদুল ইসলাম অপু প্রমূখ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top