মেলান্দহে আধুনিক মেশিনে ধান কাটা-মাড়াই উদ্বোধন করলেন মির্জা আজম

S M Ashraful Azom
মেলান্দহে আধুনিক মেশিনে ধান কাটা-মাড়াই উদ্বোধন করলেন মির্জা আজম

সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় ধান কাটা-মাড়াইয়ে আধুনিক মেশিন কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াইড়ের কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে মেলান্দহের চরপলিশা গ্রামে হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

উদ্বোধনী দিনে নতুন এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চরপলিশা গ্রামের বর্গাচাষী মো. আমিনুল ইসলামের আড়াই বিঘা জমির বোরো ধান কাটা ও মাড়াই করা হয়।

বর্গাচাষী আমিনুল ইসলাম জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে আমার এই আড়াই বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে খরচ হতো প্রায় দশ হাজার টাকা। কিন্তু ভাড়ায়চালিত এই হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই করতে প্রতি বিঘা দুই হাজার টাকা হিসেবে খরচ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সময়ও লাগছে অনেক কম।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, চলতি বোরো মৌসুমে সরকারি কৃষি প্রণোদনার ভর্তুকি মূল্যে মেলান্দহ উপজেলায় পাঁচজন কৃষককে তিনটি বড় এবং দুটি মাঝারি আকারের কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন দেওয়া হয়েছে। এই আধুনিক যন্ত্রগুলো দিয়ে তারা নিজেদের ধান কাটা-মাড়াইয়ের পাশাপাশি এলাকায় ভাড়ায়চালিত হিসেবে তারা বাড়তি টাকাও রোজগার করতে পারবে। এই যন্ত্রগুলো দিয়ে কৃষকরা খুব নিখুঁতভাবে অল্প সময়ের মধ্যে ধান কাটা-মাড়াই করে ঘরে নতুন ধান তুলতে পারছেন।

হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াইয়ের সময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top