সীমান্তের সহস্রাধিক মানুষ পেলেন বিজিবির খাদ্যসহায়তা

S M Ashraful Azom
সীমান্তের সহস্রাধিক মানুষ পেলেন বিজিবির খাদ্যসহায়তা

সেবা ডেস্ক: দিনাজপুরের হিলিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী গরিব-অসহায়-দুস্থ সহস্রাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৩মে রবিবার সকাল ১১টায় হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্পের সামনে বিজিবির পক্ষ থেকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহুরুল হক খান তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান, মংলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহআলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটু বলেন, করোনাভাইরাসের কারণে সীমান্তর্বতী মানুষজন কর্মহীন হয়ে পড়ায় খাদ্যকষ্টে রয়েছেন। এমন অবস্থায় তাদের বিজিবি খাদ্যসামগ্রী, স্যানিটাইজার বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে যাতে তারা করোনাভাইরাস থেকে রক্ষা পায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top