
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৫৫০টি ইয়াবাসহ মো. কবির হোসেন (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। উপজেলার উত্তর ভাতশালা গ্রামের বাঁশতলী বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পোড়াভিটা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
জানা গেছে, র্যাব জামালপুরের ক্যাম্পের একটি আভিযানিক দল ৪ জুলাই বিকেল পৌনে ছয়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর ভাতশালা গ্রামের বাঁশতলী বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাজারের কাউসার স্টোরের (মুদি দোকান) সামনে বাঁশতলী টু কাঠারবিল গামী রাস্তা থেকে মাদক কারবারি মো. কবির হোসেনকে আটক করা হয়।
আটক মাদক কারবারির কাছ থেকে ৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা মাত্র।
মাদক কারবারি মো. কবির হোসেনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।