
সেবা ডেস্ক: প্রানঘাতি ভাইরাস করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দী ঢালিউড তারকা অমিত হাসান। চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় বাসা থেকে কোথাও যাননি। তার মা থাকেন টাঙ্গাইলে। তিন মাস ধরে তাকেও দেখতে পারেনি। মাকে দেখতে ব্যাকুল এই অভিনেতা। করোনাকালীন এই সময়ে শনিবার মাকে দেখতে ছুটে যান টাঙ্গাইলে। এ প্রসঙ্গে অমিত হাসান রাইজিংবিডিকে বলেন, ‘স্বাভাবিকভাবে খুব বেশিদিন মায়ের সঙ্গে দেখা না করে থাকি না। এবার করোনার কারণে দীর্ঘ তিন মাস মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। তাই মাকে দেখতে মনটা ছটফট করছিল। তাই আজ মাকে দেখতে টাঙ্গাইল চলে আসলাম। মনে অনেক শান্তি পেলাম।’ দীর্ঘ আড়াই মাসের লকডাউন পরিস্থিতি শেষ হওয়ার পর অমিত হাসান গতমাসের শুরুর দিকে ‘বিক্ষোভ’ সিনেমার ডাবিংয়ে ফিরেন। এর পর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।