
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামী সাইফুল ইসলাম (৫০) কে হত্যা করেছে তার স্ত্রী বিউটি আক্তার। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার পুলিশ রক্তমাখা ছুরিসহ স্ত্রী বিউটি আক্তার (৪০) কে গ্রেপ্তার করে। বুধবার (০৮ জুলাই) সকালে হিমার দীঘি এলাকার কুদ্দুসের ভাড়াটিয়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। সে পেশায় একজন হকার।
পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপ- পরিদর্শক(এসআই) বাবুল জানান, দির্ঘদিন যাবত স্ত্রীর পরক্রিয়া জেরে পারিবারিক কলহে চলছিল এই দম্পতির। ঘটনার দিন সকালে কথা কাটা কাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি চালিয়ে হত্যা করে। পরে স্ত্রী বিউটি তার কর্মস্থল পোশাক কারখানায় কাজে যোগদান করেন। সকাল ১০টায় কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে আসেন।
এ বিষয়ে পাশর্^বর্তী ভাড়াটিয়ারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। এই ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত সাইফুল ইসলামের ছেলে আরিফ (১৭) বলেন, মা বাবা প্রায় সময়ই ঝগড়া করতো। আজ সকালে আবার ঝগড়া করে অফিসে যাওয়ার আগেই বাবাকে ছুড়ি দিয়ে গলা কেটে ঘরে তালা বন্ধ করে চলে যায়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। খুনি পুলিশ হেফাজতে রয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।