
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুল বাছেদ (৪৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার পাটাগ্রামের মৃত আবু হোসেন আলীর পুত্র। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থাণীয়সূত্রে জানা গেছে, আপন চাচাত ভাই আবু শাহীনের সাথে আব্দুল বাছেদের পারিবারিক কোন্দল ছিলো। এরই জের ধরে নিজ বাড়িতে রবিবার দুপুর দেড়টায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আবু শাহীন হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুল বাছেদের গলায় কোপ মারে। এতে করে ঘটনাস্থলে মাটিতে পড়ে যান বাছেদ। এসময় প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বেলা দুইটায় স্বজনরা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ‘নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সেখান থেকে পোস্ট মর্টেমের জন্যে সিরাজগঞ্জ সদরে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।