
সেবা ডেস্ক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবাষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সেলাই মেশিন পেল ১৬ নারী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
আজ ৮ আগষ্ট শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এই সেলাই মেশিন প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
সভা শেষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।