উল্লাপাড়া প্রতিনিধি: মঙ্গলবার ভোরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন বাজারে হিন্দু সম্প্রদায়ের বের করা নগর কীর্তন দলে হামলা করে ইউসুফ আলী নামে এক ব্যক্তি। এতে মোট ৬ জন আহত হয়। পরে কীর্তন দলের লোকজন গণপিঠুনি দিয়ে ইউসুফ আলীকে পুলিশের হাতে তুলে দেন। আহতরা হলেন, অশক কুমার, নিল কমল ঘোষ, লিটন সরকার, সুমন সরকার, রনজিৎ শীল ও কৃষ্ণ ঘোষ।
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কুমার দত্ত জানান, ইউসুফ আলী একাই আকষ্মিক ভাবে কীর্তন দলের লোকজনের উপর হাতুড়ি ও রেঞ্জ নিয়ে হামলা চালিয়ে এলোপাতারি পেটাতে থাকে। এতে উল্লিখিত লোকজন আহত হন। পরে লোকজন ইউসুফকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, উল্লাপাড়া স্টেশন এলাকার রওশন আলীর ছেলে ইউসুফ আলী উগ্রবাদি কোন ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশের ধারনা। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইউসুফকে গ্রেফতার দেখানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।