স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত মিজান হোসেন কুড়িগ্রাম জেলার হবি মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১০ টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ করার সময় দেয়ালের একাংশ ভেঙে নির্মাণ শ্রমিক মিজান হোসেনের গায়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী অভিযোগ করেন নির্মাণাধীন ভবনে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এমন দূর্ঘটনা ঘটেছে।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।