সেই চাউর হয়ে যাওয়া কথারা বলছে, ইমতিয়াজের এই ছবিতে থাকবেন দু’জন নায়ক। শাহরুখ একা নন, তাঁর আর অনুষ্কার মাঝে এসে দাঁড়াবেন রণবীর কাপুর। তাঁর সঙ্গেই এই ছবিতে অনুষ্কা শর্মার বিয়ে হওয়ার কথা। বিদেশভ্রমণে গিয়ে কোনও ভাবে বাগদানের আংটিটা হারিয়ে ফেলেন অনুষ্কা। তার পর এক গাইডের সাহায্যে সারা শহর ঘুরে চলতে থাকে সেই হারানো আংটির খোঁজ। সেই জন্যই ছবির নাম ‘দ্য রিং’! বলাই বাহুল্য, সেই গাইড এই ছবিতে শাহরুখ খান!
তা, অনুষ্কা কি এই ছবিতে গাইডের প্রেমে পড়বেন? ঠিক যেমনটা হয়েছিল ওয়াহিদা রহমানের সঙ্গে, ‘গাইড’ ছবিতে। সেখানে আমরা দেখেছিলাম গাইড দেব আনন্দের প্রেমে পড়ে নায়িকার বিবাহবিচ্ছেদের কথা। এখানেও কি সেরকমই কিছু হবে?
মুশকিলের ব্যাপার, গল্পের শেষটুকু আর চাউর হয়নি। এবং এই নিয়ে কিছু জানতেও চাওয়া যাচ্ছে না ইমতিয়াজের কাছে। এমনিতেই গল্পটা জানাজানি হয়ে যাওয়ায় মুষড়ে পড়েছেন তিনি! যাই হোক, এটুকুই কি যথেষ্ট নয়?

তবে পুরো সিনেমায় না, সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে ঐশ্বরিয়াকে। অভিনেত্রীর সঙ্গে কথাও বলেছেন বানসালি। তিনিও এটিতে উৎসাহ দেখিয়েছেন ঐশ্বরিয়া। গানটির রিহার্সেলসহ শুটিংয়ের শিডিউল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এতে ঐশ্বরিয়ার কয়েকটি সংলাপও নাকি রয়েছে। গানটিতে এ অভিনেত্রীকে এমনভাবে তুলে ধরা হবে যেমনটা আগে তাকে দেখা যায়নি। এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
গত ১ নভেম্বর শুরু হয়েছে পদ্মাবতী সিনেমার শুটিং। প্রথম দিন শুটিং না করলেও সেটে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। সিনেমায় পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন তিনি।
এতে রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজি চরিত্রে এবং শহিদ কাপুর অভিনয় করবেন পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায়।

ঘটনা কী! ফ্লাটের টাকার অভাব পড়ায় বাগদান করেছিলেন রাখি, মিথ্যা না, নিজ মুখেই তা স্বীকার করেছেন। ভারতের প্রভাবশীল মিডিয়া টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে তা উপস্থাপন করা হয়েছে।
৭ বছর আগে ভারতের একটি জাতীয় চ্যানেলে নিজের বিয়ের পাত্র নির্বাচনের একটি অনুষ্ঠান করেছিলেন রাখি। অনুষ্ঠান শেষে স্বামী হিসেবে এলেস পারজানওয়ালা নামের এক প্রবাসী ভারতীয়কে বেছে নেন তিনি। তার সঙ্গে বাগদানও সম্পন্ন এ অভিনেত্রী।
কিন্তু কয়েক মাস পর তা ভেঙে দেন তিনি। বিয়ে এবং বাগদান নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এসবকথা বলেছেন রাখি।
তিনি বলেন, ‘আমি এলেসের সঙ্গে বাগদান করেছিলাম টাকার জন্য, আমি একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিলাম। আমি মিথ্যা বলব কেন! আমি এমন কাউকে বিয়ে করব না যাকে পরবর্তীতে ডিভোর্স দিতে হয়। আমি কারো সঙ্গে ডেট করছি না। মিডিয়া আমার যে ইমেজ তৈরি করেছে তার জন্য ভালো কারো সন্ধানও পাচ্ছি না।
রাখি আরো বলেন, ‘আমার চেয়ে ছোট এবং জীবিকার তাগিদে লড়াই করছেন এমন কাউকে বিয়ে করব না। আমি পরিণত এবং বিত্তবান কাউকে খুঁজছি, যে আমার এবং আমার চাহিদার খেয়াল রাখবে।’

গত বছরের মে মাসে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কিংখানের বাম হাঁটুতে সার্জারি হয়। এরপর চিকিৎসকরা জানান তার হাঁটুর ব্যথা একেবারে সারতে দীর্ঘ সময় লাগবে। এ জন্য তাকে অনেকটা দেখেশুনে চলতে বলা হয়।
কিন্তু অভিনয় করতে গিয়ে বারবার পায়ে আঘাত পান শাহরুখ। এতে অবস্থা বেগতিক হওয়ায় কয়েক মাস আগে তাকে ব্যথানাশক ওষুধ ও ইঞ্জেকশন দেন চিকিৎসকরা। তাকে সব সময় হাঁটুতে ধাতব ক্যাপ পরারও পরামর্শ দেন।
কিন্তু চিকিৎসকের পরামর্শ ঠিক শোনেননি শাহরুখ। বারণ না মেনে অ্যাকশন ও পরিশ্রমসাধ্য দৃশ্যে অভিনয় করেন। যা করতে গিয়ে হাঁটুর ক্যাপও খোলা রাখেন তিনি।
সর্বশেষ 'রইস' চলচ্চিত্রের ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে শাহরুখকে হাঁটুর ক্যাপ পরা অবস্থায় দেখা যায়। এ সময় তিনি জানান, হাঁটুর যন্ত্রণার কথা। এজন্য ১১ থেকে ১২ মাসের মধ্যে অপারেশন করতে হবে বলেও জানান তিনি।
কিং খান বলেন, আমি যখন কিছুটা হাঁটি বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকি তখন হাঁটুর ব্যথা শুরু হয়। এ কারণে আমাকে ধাতব ক্যাপ পরে থাকতে হয়। আমি নতুন করে আর সার্জারি করতে চাই না। তাই শিগগির সব কাজ গুছিয়ে আমি অনুশীলন করবো।

পরিচালক আদিত্য চোপড়াকে গোপনে বিয়ে করেছিলেন রানি। বিয়ের কথা টের পায়নি কেউ-ই। তারপর এক বছরের মাথাতেই জন্মালো কন্যা সন্তান। সেই মেয়েকেও রাখলেন লোক-চক্ষুর আড়ালে। মেয়ের নাম দিলেন আদিরা।
সেই আদিরাই এক বছরে পা দিল। আর প্রথম জন্মদিনেই সবার সাথে রানি নিজে থেকেই পরিচয় করিয়ে দিলেন আদিরার সঙ্গে। ঘুমন্ত আদিরার পাশে রানি! এই ছবি যশরাজ ফিল্মসের টুইটারে শেয়ার করলেন রানি।
মেয়ের জন্মদিনের দিনই মুক্তি পেল আদিত্য চোপড়ার নতুন ছবি 'বেফিকর'। ছবিতে রয়েছেন রণবীর সিং ও বাণী কাপুর।

ঠিক অন্য দশটা সাধারণ পরিবার বা প্রেমের মতোই সেলিব্রেটিদেরও একই ধরনের জীবন আছে। তাদের জীবনেও থাকে টান-টান উত্তেজনা। থাকে সংকটও। তাদেরও বিচ্ছেদ হয়। এবার দেখা যাক ২০১৬ সালে কোন কোন দম্পতির মধ্যে বিচ্ছেদ ঘটেছে।
বিয়ের ২২ বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীত পরিচালক, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়া। বেশ কিছুদিন ধরেই তিনি এবং তার স্ত্রী কোমল আলাদা রয়েছেন।
২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশমা কাপুর। তারা ২০১৪ সালে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন। এ বছরের ১৩ জুন আইনত তাদের বিচ্ছেদ ঘটে।
সবাইকে চমকে দিয়ে অধুনার সঙ্গে ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার খবর দিয়েছিলেন ফারহান আখতার।
এ বছর মালাইকা এবং আরবাজ খানের বিচ্ছেদের খবরে তোলপাড় ছিল বি-টাউন। মনোমালিন্যের কারণে বিগত ৬ মান তারা আলাদা থাকছেন।
বর্ষীয়ান অভিনেতা ওম পুরী এবং নন্দিতা ২০১৩ সাল থেকে আলাদা রয়েছেন। এ বছর তারা আইনত বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।
এছাড়া, ১৩ বছর এক সঙ্গে ছিলেন কমল হাসান এবং গৌতমী। গত নভেম্বর মাসে তারা বিচ্ছেদের পথ বেছে নেন।

ব্রিটেনের এক সংবাদপত্রের বিচারে প্রিয়াংকা চোপড়াকে পিছনে ফেলে ওই শিরোপা জিতলেন দীপিকাই।
ওই শিরোপা পাওয়ার পর যারপরনাই খুশি দীপিকা। তিনি জানালেন, ওই শিরোপা তার মুখে হাসি এনে দিয়েছে।
শুধু তাই নয়, এশিয়ার সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর শিরোপা তার কাছে শুধু শারীরিক সৌন্দর্যের স্বীকৃতি নয় বলেও মন্তব্য করেন তিনি।
এশিয়ার আবেদনময়ীর ওই তালিকায় সপ্তম ও অষ্টম স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর।
বর্তমানে সঞ্জয় লীলা বানশালীর 'পদ্মাবতী' নিয়ে ব্যস্ত দীপিকা। গুঞ্জন বলছে, পদ্মাবতীর জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই নায়িকা।

এই প্রশ্নটার মুখোমুখি যে অনুষ্কাকে হতে হয় না, তেমনটা নয়। বরং মাঝে মাঝেই তাঁর দিকে ভেসে আসে এই প্রশ্নের তির। এত দিন পর্যন্ত নানা ভাবে প্রশ্নটা এড়িয়ে গেলেও অবশেষে মুখ খুললেন নায়িকা। জানালেন, বিয়ে তাঁরা অবশ্যই করছেন! তবে ঠিক কবে এই জুটি রওনা হবেন ছাদনাতলার দিকে, সেটা জানাতে পারেননি অনুষ্কা। নেহাত তারিখটা ঠিক হয়নি বলে।
তাহলে কি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে? তেমনটাও বলা যাবে না। কেন না, বিয়ে নিয়ে অনুষ্কার মনে একটা ভয় রয়েছে। সেই ভয়টা দূর করে যাতে বসতে পারেন বিয়ের পিঁড়িতে, আপাতত তারই প্রস্তুতি নিচ্ছেন একজোটে অনুষ্কা। কিন্তু, ভয়টা কী? কেনই বা ভয় পাচ্ছেন অনুষ্কা?
“আমি বিয়ের ব্যাপারে খুবই রক্ষণশীল। একবার বিয়ে, তার পরে বিবাহবিচ্ছেদ, ফের বিয়ে- এরকম ব্যাপারে আমি বিশ্বাস করি না! অথচ আজকাল বিবাহবিচ্ছেদের পরিমাণ আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। সেটা সম্পর্কে বোঝাপড়ার অভাবের ফল! আমি চাই না, আমার সঙ্গেও সেইরকম কিছু হোক! তাই একটু সময় নিচ্ছি। সেই বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়ে গেলেই বিয়ের তারিখ পাকা করে ফেলব”, জানিয়েছেন অনুষ্কা!

উল্লেখ্য, ‘দঙ্গল’ এখনো মুক্তির অপেক্ষায়, আসছে ২৩ ডিসেম্বর এটি মুক্তি পাবে। ইতোমধ্যে ভক্ত সাড়ায় তুমুল অর্জন এসেছে আমির খান অভিনীত এ সিনেমাটির। দঙ্গলের ট্রেলার মুক্তি পায় গত ১৯ অক্টোবর। এখন পর্যন্ত ট্রেলার দর্শক হয়েছে ৩ কোটি ৬০ লাখের বেশি।
এরপরে আছে সালমানের সুলতান। ‘সুলতান' বক্স অফিসের সমস্ত ফর্মুলা ভেঙে হিট হয়েছে। ট্রেলারের ইউটিউব ভিউয়ার ৩ কোটি ৪০ লাখ। রজনীকান্তের কাবালির ট্রেলার দেখেছে ৩ কোটি ২০ লাখ মানুষ। মোটামুটি একই সংখ্যা 'বেফিকরে'-রও। এর ট্রেলার দর্শক ৩ কোটি ২০ লাখ।
শিবায় ছবির ট্রেলার বেরোনোর সময় থেকে ছিল দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা, ২ কোটি ৯০ লাখ মানুষ এই ট্রেলার দেখেছেন। বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলেনি ফ্যান। তবে ট্রেলার দেখেছিলেন অনেকে, সংখ্যাটা ২ কোটি ৪০ লাখ। ঢিসুম প্রায় ২ কোটি মানুষ দেখেছেন।
অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। তাতে এর ট্রেলারের ভিউয়ার সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ। তালিকার শেষদিকে রয়েছে বাগি, শ্রদ্ধা কাপূর ও টাইগার শ্রফ অভিনীত 'বাগি'র ট্রেলারের ইউটিউব দর্শক মোটে ৪০ লাখ।

সঙ্গে সঙ্গে নতুন এ প্রেম কাহিনী বেশ ফলাও করে প্রকাশ করেছে টাইম অব ইন্ডিয়া, আইবিটি, হিন্দস্তান টাইমসসহ আরো কয়েকটি মিডিয়া।সাগরিকার পরিচয়টা দিয়ে রাখি, বলিউডি ম্যুভি ‘চাক দে’তে মহিলা হকি টিমের আই ক্যান্ডি তিনি ছিলেন। ‘এক লন্ডেয়া কো দিখানা হ্যায়, এক লন্ডিয়া কেয়া কর সকতি হ্যায়’ ডায়ালগের জন্যও বেশ পরিচিত মুখ তিনি।
‘চাক দে’ ছবিতে তাঁর বাগদত্তা হিসেবে দেখানো হয় এক ক্রিকেট তারকাকে যিনি প্রেমিকার স্পোর্টস কেরিয়ারকে নেহাতই তাচ্ছিল্যের চোখে দেখেন। শেষ পর্যন্ত সেই ক্রিকেট তারকা তাঁকে প্রপোজ করতে এলে তিনি তাঁকে ফিরিয়ে দেন।
সিনেমার গল্প কী অদ্ভুতভাবে ফলে গেল সাগরিকার জীবনে। বেশ কিছুদিন হল, সাগরিকার প্রেমে মজে রয়েছেন জাহির খান। তাঁদের মেলামেশা চোখে পড়েছে সকলের।
সাগরিকা ও জাহির সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। কিন্তু শেষ পর্যন্ত এই প্রেম বিয়ে পর্যন্ত গড়াবে কি না, তা এখনই ঠিক বলা যাচ্ছে না কারণ শোনা যাচ্ছে দু’জনের প্রেমটা শুরু হয়েছে মাত্র চার মাস হল। সাগরিকার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে বোঝা যায়, খুব অল্প সময়ের মধ্যেই দু’জন দু’জনের কাছাকাছি এসেছেন।

জানা যাচ্ছে, পায়ের ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন তিনি ৷ তাঁর ডান পা ফুলে যায় ৷ বেশ জ্বরও ছিল অভিনেতার৷ এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷ বার্ধক্যজনিত কারণেই এই অসুস্থতা বলে জানা যাচ্ছে৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন৷
তবে আগেও শ্বাসকষ্টের কারণে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে৷ বয়সের কারণে বেশ দূর্বলও তিনি৷ সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের৷ এমনিতে জ্বর ও পায়ের ব্যাথা তেমন সংকটজনক না হলেও, বার্ধ্যক্যের কথা মাথায় রেখেই সবরকম সতর্কতা নেওয়া হয়েছে৷
আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা দেবেন কিংবদন্তি এই অভিনেতা৷ তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানাচ্ছেন, রুটিন চেক আপের জন্য এমনিতেই তিনি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যেতেন৷ তবে পা ফুলে ওঠা ও তীব্র যন্ত্রণা হতে থাকায় কোনওরকম ঝুঁকি নেননি৷ কিংবদন্তি অভিনেতার সুস্থতা কামনায় শিল্পীমহল৷

গতকাল ৬ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে শাহরুখের আলোচিত নতুন সিনেমা ‘রেইস’ এর ট্রেলার। আর তাতেই ধুন্দমার মারদাঙ্গা অবস্থায় দেখা গেল মিস্টার খানকে। তিনি এখানে হাজির হচ্ছেন গুজরাটের একজন শীর্ষ ডনের চরিত্রে।
প্রেমিকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান থাকছেন। আর আইটেম গার্ল হিসেবে সানি লিওনের কথা না বললেও হয়তো চলবে।
তবে অন্যতম আকর্ষণ হিসেবে কিন্তু থাকছেন জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। দারুণ কিছু সংলাপে মজে যাবেন দর্শক খুব সহজেই।অনেকেই দাবি করছেন, আসছে বছরের সেরা ছবিটি বছরের শুরুতেই পেতে যাচ্ছে বলিউড।
রাহুল ধোলাকিয়া পরিচালিত খান সাহেবের এ নতুন সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।

এই সাফল্যের কথা মাথায় রেখে শোর মূল আকর্ষণ কপিল শর্মার সঙ্গে নতুন করে চুক্তি করতে চলেছে ওই টিভি চ্যানেল। এক বছরের জন্য চুক্তি নবায়নে টাকার অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে অনেকের। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এক বছরের এই চুক্তির জন্য কপিল পাচ্ছেন ১১০ কোটি টাকা।
মাস খানেক আগে একটি মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছিল ‘কপিল শর্মা শো’র কমেডিয়ানদের প্রতি পর্বের আয়ের তালিকা। সেই তালিকা অনুযায়ী, ‘কমেডি নাইটস উইথ কপিল’র প্রত্যেক পর্বের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন কপিল।
এ ছাড়াও একা কোনও শো পরিচালনা করার জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করছেন কপিল শর্মা। দেশের বাইরের কোনও শোর জন্য তাঁর পারিশ্রমিক প্রায় এক কোটি টাকা। আনন্দবাজার।

ইন্ডিয়া ডট কম, বলিউড লাইফসহ অনেকে এটিকে ভূয়া খবর বলে উল্লেখ করেছে। অন্যদিকে নিয়মিত ঐশ্বরিয়াকে কাভারেজ দেয়া টাইমস অব ইন্ডিয়া এ বিষয়ে কোন কোন রিপোর্টই করে নি। ইন্ডিয়া ডট কম তাদের প্রতিবেদনে বলছে ‘শুধু ঐশ্বরিয়া না, এমন আরো আটজনকে নিয়ে প্রচারিত গুজব আপনাকে বিভ্রান্ত করবে।’
প্রভাবশালী ভারতীয় মিডিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও এ বিষয়ে যেন কিছুই জানে না। তারাও কোন সংবাদ কাভারেজ দেয়নি। তাহলে কেন হলো এমন সংবাদ, কারাই বা করলো! মূলত জুম টিভি তাদের গোসিপের উপকরণ হিসেবে সংবাদটি করে, পরে অন্যান্য মিডিয়া তা অনুসরণ করেই সংবাদটি প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত বুধবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আত্মহত্যার চেষ্টা করেছেন, শিরোনামে খবর প্রকাশিত হয়। আর তা নিয়েই তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। জানাজানির ভয়ে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই পারিবারিক চিকিৎসককে ডেকে এনেছিল বচ্চন পরিবার।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে মনোমলিন্য চলছিল ঐশ্বরিয়ার। শাশুড়ি জয়া বচ্চন তো প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় ভালোভাবে নিতে পারেননি তারা। এসব কারণেই কি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী!
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ঐশ্বরিয়া কিংবা স্বামী অভিষেক বচ্চন কোন রকম প্রতিক্রিয়া-মন্তব্য করেন নি। উপরন্তু অভিষেককে চেলসির খেলা নিয়ে টুইটারে মাততে দেখা গেছে।

ক্যাটরিনাকে দেখলে নাকি ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায় পরিণীতির। কারণ, ক্যাটরিনা মারাত্মক সিরিয়াস হাবভাব করেন সব সময়। কিছুদিন আগে আমেরিকায় এক কনসার্টে একসঙ্গে গিয়েছিলেন ক্যাট আর পরিণীতি। বলিউডের অন্য অনেক তারকাও ছিলেন সেই ট্যুরে।
দেদার সেল্ফি তুলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেল্ফিতে হাসিমুখে পোজ দিলেও এমনিতে নাকি ক্যাট বিশেষ হাসতেন না। যখন গ্রুপের কেউ কোনও ঠাট্টা-ইয়ার্কি করতেন, বেশিরভাগ সময়ই তাতে যোগও দিতেন না। গম্ভীর মুখে বসে থাকতেন!
তাছাড়া ক্যাটকে ভয় পাওয়ার আরও কারণ ছিল পরিণীতির কাছে। তিনি নাকি কড়া নজর রাখতেন, পরিণীতি নিয়মিত শরীরচর্চা করছেন কি না। মাঝে মাঝে নিজের সঙ্গেই ওয়ার্কআউট করতে ডেকে নিতেন তাঁকে।
ক্যাটরিনার এক্সপ্রেশন অবশ্য বরাবরই চর্চার বিষয়। অভিনয়ের সময় যে কোনও সিকোয়েন্সে তাঁর অভিব্যক্তি একই রকম, এমনটা অনেকেই মনে করেন। ইন্ডিয়া।

ঘোষণাটা আসলে করেছেন আলিয়ার খুড়তুতো ভাই মোহিত সুরি৷ অবশেষে ভাট ক্যাম্পের সিনেমায় অভিনয় করতে চলেছেন ভাট-কন্যা৷ ‘আশিকি ৩’-এ মুখ্য ভূমিকায় থাকছেন আলিয়া৷ সঙ্গে থাকছেন তাঁর বিশেষ বন্ধু এবং ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর কো-স্টার সিদ্ধার্থ মালহোত্রা৷
ছবির জন্য গান আগেও গেয়েছেন আলিয়া৷ তবে এই প্রথমবার ক্যামেরার সামনে গায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে ৷ শোনা গিয়েছে, এর জন্য নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলিউড বিউটি৷ নিজের সেরাটাই দিতে চান তিনি এই ছবিতে৷ কারণ নতুন ছবির চিত্রনাট্য লিখছেন তাঁর বোন শাহিন ভাট ৷

মানে তিনিই এখন ‘সার্চ ইঞ্জিন সেনসেশন’। আর তাতে ভর করেই নব়েন্দ্র মোদি থেকে শাহরুখ খান সকলকেই হারিয়ে দিলেন ‘পর্নশ্রী’ সানি। সানিই ২০১৬ সালের ‘মোস্ট সার্চ পার্সোনালিটি’ বলে জানিয়ে দিল ইয়াহু ইন্ডিয়া। এই নিয়ে পরপর পাঁচ বছর এই শিরোপা উঠল ‘পর্নশ্রী’র মাথায়।
প্রতিবছরই ‘ইয়ার ইন রিভিউ’-র মাধ্যমে ইয়াহু ইন্ডিয়া একটি তালিকা প্রকাশ করে যাতে দেখা যায় গত একবছরে ভারতীয়রা কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।
ইয়াহুর এই তালিকায় এবার ছেলেদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সালমান, আর তারপরেই স্থান পেয়েছেন কৌতুক শিল্পি কপিল শর্মা। এরপর যথাক্রমে রয়েছেন শাহেনশা অমিতাভ, কিং খান এবং আমির খান। নারীদের মধ্যে সানির পরে রয়েছেন যথাক্রমে বিপাশা বসু, দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফ।

না, এটা সাময়িক ছুটি। তবে নিজেদের ইচ্ছায় নয়। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর নির্দেশেই দীপিকার কাছ থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছেন রণবীর।
ডেক্কান ক্রনিক্যাল-এর খবর, 'পদ্মাবতী'-র শুটিং শুরু হয়েছে। সঞ্জয় লীলা বনশালীর নির্দেশ, জনসমক্ষে এখন বের হওয়া চলবে না রণবীরের। বলিউডের 'বাজিরা'ও এক কথায় রাজিও হয়েছেন তাতে। ফলে এখন বেশ কিছুদিন রণবীরকে প্রকাশ্যে হইহই করতে দেখা যাবে না, দীপিকার হাত ধরে ছবি তোলাও একদম বন্ধ।
কিছুদিন আগে গুঞ্জন উঠে, দীপিকা-রণবীরের ব্রেকআপ হয়ে গেছে। সে খবর উড়িয়ে একসঙ্গে প্রকাশ্যে আসেন দুজনে, একসঙ্গেই দুবাই যান ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কার নিতে।
অবশ্য ঘরবন্দি রণবীর ‘পদ্মাবতী’-র জন্য প্রস্তুতি নিতে ত্রুটি করছেন না। ইতিহাস বই ঘেঁটে আলাউদ্দিন খলজির নারীলোলুপ চরিত্র বোঝার চেষ্টা করছেন। একইসঙ্গে অন্যান্য বই পড়ে বুঝতে চাইছেন, হিটলারসহ অন্যান্য একনায়কদের আচরণ কেমন ছিল।
'পদ্মাবতী'-তে রণবীর আলাউদ্দিনের ভূমিকায় রয়েছেন, দীপিকা রানি পদ্মিনীর চরিত্রে। আর শাহিদ কাপুর অভিনয় করবেন পদ্মিনীর স্বামী রাজা রতন রাওয়াল সিংহের চরিত্র।

বলিউড লাইফ-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজ মুখেই এসব কথা জানিয়েছেন 'কাভি খুশি কাভি গাম' এর নায়িকা।
কাজল জানিয়েছেন, বন্ধুরা বড় হয়ে কেউ যখন ডাক্তার, শিক্ষিকা, বিজ্ঞানী হতে চেয়েছে সেখানে তিনি বড় হয়ে মা হবেন বলে ঠিক করেন। এই জন্য মা তনুজার কাছে বেশ কয়েকবার মারও খেয়েছেন তিনি।
কাজল এখন দুই সন্তানের মা‚ মেয়ে নাইশার ১৩ বছর আর ছেলে যুগের বয়েস ৬ বছর।


আসলে, ‘মোয়ানা’ ছবির হিন্দি ভার্সনে টামাটোয়া নামের এক চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন বাপ্পি লাহিড়ি। সে এক বিশালদেহী কাঁকড়া। পাক্কা ৫০ ফুট লম্বা! থাকে সমুদ্রের তলায়। নিজেকে সে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে। এবং, সাজিয়ে-গুছিয়ে রাখে একরাশ সোনায়! সেই জন্যই হলিউড থেকে প্রস্তাব আসে বাপ্পি লাহিড়ির কাছে- চরিত্রটিতে তিনি কণ্ঠদান করুন! তিনিও যে টামাটোয়ার মতো সোনা ভালবাসেন!
আপনি শুনে হাসতেই পারেন, বাপ্পি লাহিড়ি কিন্তু রীতিমতো উত্তেজিত! তিনি বেশ মজা পেয়েছেন তাঁর সঙ্গে টামাটোয়ার মিল খুঁজে পেয়ে। এবং এখানেই মিল শেষ হয়নি। টামাটোয়া আদতে এক বাঙালি বাবু! বাঙালিরা অনেকেই যেরকম বাংলা মিশিয়ে হিন্দি বলেন, টামাটোয়াও সেভাবেই কথা বলবে।
এছাড়া টামাটোয়ার জন্য একটা গানও গেয়েছেন ছবিতে সুরকার। গানটার নাম ‘সোনা’! বেশ বুক ফুলিয়েই বলছে মোয়ানাকে টামাটোয়া- “আই লাভ মাই সোনা”! একবার ভিডিওটা ক্লিক করে দেখুনই না, অনাবিল আনন্দ পাবেন!
আপনি শুনে হাসতেই পারেন, বাপ্পি লাহিড়ি কিন্তু রীতিমতো উত্তেজিত! তিনি বেশ মজা পেয়েছেন তাঁর সঙ্গে টামাটোয়ার মিল খুঁজে পেয়ে। এবং এখানেই মিল শেষ হয়নি। টামাটোয়া আদতে এক বাঙালি বাবু! বাঙালিরা অনেকেই যেরকম বাংলা মিশিয়ে হিন্দি বলেন, টামাটোয়াও সেভাবেই কথা বলবে।
এছাড়া টামাটোয়ার জন্য একটা গানও গেয়েছেন ছবিতে সুরকার। গানটার নাম ‘সোনা’! বেশ বুক ফুলিয়েই বলছে মোয়ানাকে টামাটোয়া- “আই লাভ মাই সোনা”! একবার ভিডিওটা ক্লিক করে দেখুনই না, অনাবিল আনন্দ পাবেন!