
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুরে শনিবার বিকেলে ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তিনদিনব্যাপী এই দৌড়ের আজ ছিল শেষ দিন। সারাদেশ থেকে প্রায় শতাধিক ঘোড়া নিয়ে সওয়ারিরা এই মেলায় অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়ার হর্স, ডায়মন্ড,ও মনখুশি নামক ঘোড়া দৌড়ে জয়লাভ করে। শেষদিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি আজগর আলী মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাজিপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি জজ আবু তালেব, আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, এটিইও আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম প্রমূখ।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

সেবা ডেস্ক: ইয়াং টাইগার্স অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা দলের জিহাদের অলরাউন্ড নৈপুন্য গাজীপুর জেলা দলকে ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। শনিবার (১২ জানুয়ারি) মানিকগঞ্জ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে জিহাদ ব্যাট হাতে ৮২ রান এবং বল হাতে ৪ উইকেট লাভ করেছে।
শনিবার সকালে মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয়। টাঙ্গাইল জেলা দল ৪৩.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯৬ রান করে। টাঙ্গাইলের পক্ষে সবোর্চ্চ ৯১ বলে ৮২ রান করে জিহাদ। দ্বিতীয় সর্বোচ্চ রান ৪১ বলে ২৩ রান করে ব্যাটসম্যান মুগ্ধ।
১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গাজীপুর জেলা দল ৪০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করে। গাজীপুর জেলা দলের মুশফিক ২৫ রান করে।
বল হাতেও সফল টাঙ্গাইল জেলা দলের জিহাদ । জিহাদ ৮ ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট লাভ করে।
টাঙ্গাইল জেলা দলের পক্ষে দ্বিতীয় সবোর্চ্চ উইকেট লাভ করে কাউয়্যুম। তিনি ১০ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৩ টি উইকেট লাভ করে।
ম্যাচে টাঙ্গাইল জেলা দল ১২৫ রানে জয় লাভ করে। ম্যাচ সেরা হয়েছে টাঙ্গাইল জেলা দলের জিহাদ।
আগামী ১৪ তারিখে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে টাঙ্গাইল মুখোমুখি হবে ময়মেনসিংহ জেলা দলের সাথে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

আশরাফুল ইসলাম: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে হেল্পিং হ্যান্ডস এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতিবছর ন্যায় ঐতিহ্যবাহি বিশাল ঘোড়ার দৌড় প্রতিযোগীতা-২০১৯ শুক্রবার বিকালে উপজেলার বিষ্ণুপুর মাঠে অনুষ্ঠিত হয়।
মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং ইউপি সদস্য ও হেল্পিং হান্ডস এ্যাসোসিয়েশনের সহসভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায় ঘোড়ার দৌড় প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি।
প্রতিযোগীতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন,সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব প্রমুখ।
শেষে প্রতিযোগীতায় ৩ টি খেলায় প্রথম ও দ্বিতীয় ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম

আব্দুল জলিল, কাজিপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কাজিপুরের আয়োজনে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বালকদের ১০০ ও ২০০ মিটার দৌঁড়, বালিকাদের ১০০ ও ২০০ মিটার দৌঁড়, বালিকাদের গোলক নিক্ষেপ, বালকদের ব্যাটমিন্টন, ক্রিকেট ও ভলিবল এবং বালিকাদের ক্রিকেট ও ভলিবল খেলা হয়।
ক্রিকেট খেলায় চূড়ান্ত পর্বে বিজয় লাভ করে আলমপুর এন.এম উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় বেড়িপোটল পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়। ভলিবল খেলায় চূড়ান্ত পর্বে বিজয় লাভ করে খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় আলমপুর এন.এম উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকগণ, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
⇘সংবাদদাতা: আব্দুল জলিল

ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ৪৮তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির এর সভাপত্বি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত এমপি ছোট মনির পিতা এডভোকেট আব্দুল গফুর। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও আব্দুল হাই, শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে ৮ জানুয়ারী মঙ্গলবার শীতকালীন আন্ত: স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। ৩ জানুয়ারী থেকে বালক-বালিকা পর্বের ভলিবল, ক্রিকেট-ব্যাটমিন্টন, হাই জাম্প-লং জাম্প-দৌড়সহ বিভিন্ন আইটেমের প্রতিযোগিতা শুরু হয়।
খেলায় চুড়ান্ত বিজয়ী ও রানার্স আপদের পুরুস্কার বিতরণী উপলক্ষে ৮ জানুয়ারী বিকেল ৪টায় উমির উদ্দিন পাইলট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার শান্তি, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার এলাহী আখন্দ, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভুট্রোসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৪৮ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অায়োজনে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী অংশ গ্রহন করে।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সহ সভাপতি ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী সরকার, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, একাডেমী সুপার ভাইজার নাজির হোসেন, শ্যামকিশোর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী ও শিক্ষকবৃন্দ ।
এসময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী ছাত্র, ছাত্রীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সহ সভাপতি ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী সরকার, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, একাডেমী সুপার ভাইজার নাজির হোসেন, শ্যামকিশোর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী ও শিক্ষকবৃন্দ ।
এসময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী ছাত্র, ছাত্রীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

সেবা ডেস্ক: ক্রিকেটের জগতে খ্যাত ব্যক্তি সৌরভ গাঙ্গুলির ফুটবলের প্রতিও ভালোবাসা রয়েছে। পেশাদারী খেলা ক্রিকেট থেকে অবসর গ্রহনের পর তাকে দুই অঙ্গনের সংগঠক হিসেবেই দেখা যায়। তবে ফুটবলের প্রতি তার আবেগ আলাদা বলেই হয়তো ইউরোপিয়ান জায়ান্ট দল বার্সেলোনা থেকে বিশেষ উপহার পেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
২৩ ডিসেম্বর রোববার স্প্যানিশ লা লিগার শীর্ষ দল এফসি বার্সেলোনা সৌরভকে কাস্টমাইজ করা একটি জার্সি উপহার দেয়। যেখানে ইংরেজিতে লেখা ‘দাদা’। বার্সার বোর্ড সদস্য ওরিওল থমাস এ সময় উপস্থিত ছিলেন।
বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আর সেখানেই তাকে এমন সম্মান দেওয়া হয়। লা লিগার অফিসিয়াল ফেসবুক পেজে জার্সি উপহার দেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়।
এদিকে ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাটলেটিকো ডি কলকাতার কো-ওনার হিসেবে আসরটির প্রথম থেকে আছেন সৌরভ গাঙ্গুলি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হকের উদ্যোগে প্রিমিয়ার লীগ ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দিগন্ত স্পোর্টিং ক্লাবের ব্যানারে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা ফজলুল হক খেলা উদ্বোধন করেন।
দিগন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি অজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক বাবু অজর কুমার ভৌমিক, মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। খেলা পরিচালনা করেন ভাটারা স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক আবুল কালাম।
খেলায় স্বাধীন বাংলা একাদশ ২-১ গোলে বন্ধু মহল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দলকে ২২'' এলইডি টিভি ও রানার্সআপকে ২০'' কালার টিভি পুরস্কার দেওয়া হয়। ছবি (০২): সরিষাবাড়ীতে প্রিমিয়ার লীগ ফুটবল খেলায় পুরস্কার বিতরণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হক।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

ঘাটাইল প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলা চ্যাম্পিয় হয়েছে। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালপুর উপজেলার আলম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার মমরেজ গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালপুর ঝাওয়াইল সরকারী প্রথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

সেবা ডেস্ক: টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। ৯ ডিসেম্বর রোববার সকাল থেকে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক মিক্ষা অফিসার আবদুল আজিজ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল সদর উপজেলা ও কালিহাতী উপজেলা।
টুর্নামেন্টে মোট ১২টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দলগুলো অংশগ্রহণ করছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
টুর্নামেন্টে মোট ১২টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দলগুলো অংশগ্রহণ করছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

আজকের যুগে তারা আর অবলা নয়, তাদের উপর করা সকল অত্যাচারের উপযুক্ত জবাব দিতে জানে তারা। ক্ষেত্র বিশেষে তো তারা কখনো কখনো পুরুষদেরকেও ছাড়িয়ে যায়। এমনি একজন হল রোণ্ডা রাউজি, পুরো নাম রোণ্ডা জেন রাউজি। যিনি একাধারে মিক্সড মার্শাল আর্টিস্ট, অভিনেত্রী এবং ডাব্লিউডাব্লিউই সুপারস্টার।
রোণ্ডা রাউজির জন্ম আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর রিভারসাইড কাউন্টিতে। তিন বোনের মধ্যে সে সবার ছোট। মা অ্যান মারিয়া দো মারস নিজ সময়ে ছিলেন স্বনামধন্য জুডোকা (জুডো খেলোয়াড়)। তাই হয়ত জুডোর প্রতি তার রয়েছে আলাদা টান। আমেরিকান নারী হিসেবে রোণ্ডা ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে পদক জয়লাভ করেন।
রোণ্ডা রাউজির জন্ম আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর রিভারসাইড কাউন্টিতে। তিন বোনের মধ্যে সে সবার ছোট। মা অ্যান মারিয়া দো মারস নিজ সময়ে ছিলেন স্বনামধন্য জুডোকা (জুডো খেলোয়াড়)। তাই হয়ত জুডোর প্রতি তার রয়েছে আলাদা টান। আমেরিকান নারী হিসেবে রোণ্ডা ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে পদক জয়লাভ করেন।
২০১০ সালে রোণ্ডা মিক্সড মার্শাল আর্টের ভুবনে পা রাখে। ইতোমধ্যে নিজেকে মিক্সড মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সে সাবেক ইউএফসি নারী ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন এবং সর্বশেষ স্ট্রাইকফোর্স নারী ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন।
সে টানা ১২টি মিক্সড মার্শাল আর্টস ম্যাচে অপরাজিত ছিল, এর মধ্যে ৬টি ছিল ইউএফসিতে। হলি হোমের কাছে হেরে ইউএফসিতে তার প্রথম হারের স্বাদ গ্রহণ করে। রোণ্ডা ঐ ১২টি খেলার ১১টিতে জয়লাভ করেন প্রথম রাউন্ডে, এর মধ্যে ৯টি ছিল আর্মবারের মাধ্যমে।
সোনালী পর্দাতেও তার বেশ বড় অভিষেক হয়েছ। সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্টেথাম, আন্তোনিও বান্দেরাসের মতো বড় তারকাদের সাথে তাকে The Expendables 3তে দেখা গেছে। এরপর জনপ্রিয় The Fast and the Furious সিরিজের সপ্তম সিকুয়েল Furious 7 এ তাকে ছোট একটি চরিত্রে দেখা যায়। সর্বশেষ তাকে দেখা যায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একশন থ্রিলার মুভি Mile 22।
রোণ্ডা পেশাদার রেসলার হিসেবে WWE’তে নাম লিখিয়েছে। চলতি বছর WWE এর সবচেয়ে বড় বাৎসরিক পিপিভি WrestleMania 31’তে অভিষেক ম্যাচে সুপারস্টার কার্ট এংগেলের সাথে জুটি বেঁধে WWE এর অন্যতম জনপ্রিয় ও সফল সুপারস্টার ত্রিপল এইচ ও তার স্ত্রী এবং WWE মালিক কন্যা স্টেফানি জুটিকে পরাজিত করে। আগষ্ট এ সামারস্ল্যামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এলেক্সা ব্লিজকে হারিয়ে ডাব্লিউডাব্লিউই র উইম্যান চ্যাম্পিয়ন হয়। আগামী ১৬ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্যান জোন্স এরেনাতে অনুষ্ঠিত পিপিভি TLC: Tables, Ladders & Chairs’এ কিংবদন্তী রেসলার রকের কাজিন নায়া জ্যাক্সের মোকাবেলা করবে।
মে ২০১৫ সালে দুইটি ম্যাগাজিন রোণ্ডাকে সবচেয়ে "প্রভাবশালী" সক্রিয় ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি দেয়। একই বছরের সেপ্টেম্বরে ইএসপিএনের অনলাইন ভিত্তিক একটি ভোটে ভোটাররা তাকে "সর্বকালের শ্রেষ্ঠ নারী ক্রীড়াবিদ" নির্বাচিত করে। ২০১৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা মানুষদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে রোণ্ডা
মিক্সড মার্শাল আর্টে নিজেকে কিংবদন্তী হিসেবে প্রতিষ্ঠা করলেও সিনেমা ও রেসলিংএ নিজের সামর্থ্য প্রমাণের আরো সময় রয়েছে। দেখা যাক কতদুর যেতে পারে সে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
সোনালী পর্দাতেও তার বেশ বড় অভিষেক হয়েছ। সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্টেথাম, আন্তোনিও বান্দেরাসের মতো বড় তারকাদের সাথে তাকে The Expendables 3তে দেখা গেছে। এরপর জনপ্রিয় The Fast and the Furious সিরিজের সপ্তম সিকুয়েল Furious 7 এ তাকে ছোট একটি চরিত্রে দেখা যায়। সর্বশেষ তাকে দেখা যায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একশন থ্রিলার মুভি Mile 22।
রোণ্ডা পেশাদার রেসলার হিসেবে WWE’তে নাম লিখিয়েছে। চলতি বছর WWE এর সবচেয়ে বড় বাৎসরিক পিপিভি WrestleMania 31’তে অভিষেক ম্যাচে সুপারস্টার কার্ট এংগেলের সাথে জুটি বেঁধে WWE এর অন্যতম জনপ্রিয় ও সফল সুপারস্টার ত্রিপল এইচ ও তার স্ত্রী এবং WWE মালিক কন্যা স্টেফানি জুটিকে পরাজিত করে। আগষ্ট এ সামারস্ল্যামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এলেক্সা ব্লিজকে হারিয়ে ডাব্লিউডাব্লিউই র উইম্যান চ্যাম্পিয়ন হয়। আগামী ১৬ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্যান জোন্স এরেনাতে অনুষ্ঠিত পিপিভি TLC: Tables, Ladders & Chairs’এ কিংবদন্তী রেসলার রকের কাজিন নায়া জ্যাক্সের মোকাবেলা করবে।
মে ২০১৫ সালে দুইটি ম্যাগাজিন রোণ্ডাকে সবচেয়ে "প্রভাবশালী" সক্রিয় ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি দেয়। একই বছরের সেপ্টেম্বরে ইএসপিএনের অনলাইন ভিত্তিক একটি ভোটে ভোটাররা তাকে "সর্বকালের শ্রেষ্ঠ নারী ক্রীড়াবিদ" নির্বাচিত করে। ২০১৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা মানুষদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে রোণ্ডা
মিক্সড মার্শাল আর্টে নিজেকে কিংবদন্তী হিসেবে প্রতিষ্ঠা করলেও সিনেমা ও রেসলিংএ নিজের সামর্থ্য প্রমাণের আরো সময় রয়েছে। দেখা যাক কতদুর যেতে পারে সে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

লিয়াকত হোসাইন লায়ন.জামালপুর ॥ জামালপুরের ইসলামপুরে সুপার স্টার ক্লাবের উদ্যোগে নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার মহিলা এমপি’র গোডাউল সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এই নাইট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে অতিথি হিসাবে পৌর কাউন্সিলর মোহন মিয়া,শিক্ষক শাহ আলম মাস্টার,সাংবাদিক ফিরোজ খান লোহানী,মোরাদুজ্জামান,সালমান শাহ উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন।
এ সময় সুপার স্টার ক্লাবের কর্মকর্তা মনির খান লোহানী,সোহাগ খান লোহানী, নাজিম হোসেন নোমান,সাখাওয়াত হোসেন সুজন সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট ১০টি দল অংশ গ্রহন করেছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন মহাসড়কেও অবস্থান করেছে দেশের ক্রীড়াঙ্গণ। বিশ্ব দরবারে দেশের ক্রীড়াঙ্গণ পৌছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণসহ নতুন নতুন খেলোয়ার সৃষ্টির লক্ষে নারী ও পুরুষ ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে।
এরই সাফল্য এসেছে টাঙ্গাইলে। এর ফল স্বরূপ জেলায় এখন নতুন নতুন নারী ও পুরুষ খেলোয়ার তৈরি হওয়াসহ দেশ বিদেশের নানা প্রতিযোগিতায় অংশও নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে খেলবে।
সরকারের ক্রীড়াঙ্গণের উন্নয়ন উদ্যোগের ফল স্বরূপ টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইলের রিকসা চালক হালিম মিয়ার মেয়ে লিপি আক্তার এর নেতৃত্বে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগে অংশ গ্রহণ করবে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার।
সরকারের ক্রীড়াঙ্গণের উন্নয়ন উদ্যোগের ফল স্বরূপ টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইলের রিকসা চালক হালিম মিয়ার মেয়ে লিপি আক্তার এর নেতৃত্বে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগে অংশ গ্রহণ করবে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার।
লিপির অধিনায়কত্বে ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে খেলতে যাচ্ছে দলটি। এ বছর ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগের দল ইষ্ট এন্ড ক্লাবের সাথে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেও দলটির। এ নিয়ে টাঙ্গাইলে ক্রিকেট বোদ্ধাদের প্রত্যাশা এবার তারা ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটলীগকে মাতিয়ে তুলবে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটাররা।
টাঙ্গাইলে প্রমিলা ক্রিকেটাররা দ্রুতই উঠে আসছে। এক দিকে যখন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে এশিয়া মহিলা কাপে চ্যাম্পিয়ান হয়েছে। তখন টাঙ্গাইলে মেয়েরাও ক্রিকেটে এগিয়ে আসছে, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য।
এ মৌসুমে দলটির প্রথম টার্গেট ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের শিরোপা জয় বলেও দাবি তাদের। এ বোদ্ধাদের অভিমত, টাঙ্গাইল ১৫ প্রমিলা ক্রিকেটারদের অধিনায়ক লিপির ক্রিকেটার হতে অনুপ্রেরণা জুগিয়ে আসছেন তার রিক্সা চালক বাবা হালিম মিয়া।
এছাড়াও প্রশিক্ষিত করতে সহযোগিতা চালিয়ে আসছেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান। শুরুর দিকে প্রমিলা ক্রিকেটে অভিভাবকদের অনীহা থাকলেও এখন তাদের ক্রিকেট খেলার স্বামর্থ দেখে তারাই এখন ওদের অনুপ্রেরণা দিচ্ছেন। এর ফলে বর্তমানে টাঙ্গাইলে বিভিন্ন ক্রিকেট একাডেমিতে ৭৭ জন প্রমিলা ক্রিকেটার নিয়মিত অনুশীলন করছে।
জানা যায়, আগামী ১৫ নভেম্বর ঢাকার বিভিন্ন মাঠে বসবে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের ২০১৮ সালের সেশন। ঢাকার ২০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে।
টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের নীবির প্রশিক্ষণে গড়ে উঠছে টাঙ্গাইলের এই ১৫ জন প্রমিলা ক্রিকেটার। ঢাকায় খেলবে ইষ্ট এন্ড ক্লাবের কোচ মনির হোসেনের অধীনে।
এ প্রমিলা ক্রিকেটা দল ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে যারা খেলবেন, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার, শিলা আক্তার, ইসরাত জাহান ইমু, আফরোজা আক্তার, মিম আক্তার, বৃষ্টি আক্তার, হ্যাপী, ইসরাত জাহান ভাবনা, আকাশী আক্তার, তমা আক্তার ও পায়েল রানী।
এদের মধ্যে লিপি আক্তার, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার ও শিলা আক্তার গত মৌসুমে বিভিন্ন দলের হয়ে ঢাকার প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে খেলেছে।
এ প্রসঙ্গে বিসিবি নিয়োগপ্রাপ্ত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান জানান,“টাঙ্গাইলে বেশ ক’জন প্রতিভা সম্পন্ন প্রমিলা ক্রিকেটার রয়েছে। তারা ছেলেদের মতো নিয়মিত মাঠে অনুশীলন করে। তাদের মধ্যে লিপি খুবই প্রতিভা সম্পন্ন ক্রিকেটার। এ প্রতিভা আর যোগ্যতায় গত মৌসুমে ঢাকা লীগে খেলেছে লিপি। এবার ও খেলতে যাচ্ছে। আমি আশাবাদী ও খুব দ্রুত নিজেকে মহিলা ক্রিকেট অঙ্গনে মেলে ধরতে পারবে লিপি।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
জানা যায়, আগামী ১৫ নভেম্বর ঢাকার বিভিন্ন মাঠে বসবে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের ২০১৮ সালের সেশন। ঢাকার ২০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে।
টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের নীবির প্রশিক্ষণে গড়ে উঠছে টাঙ্গাইলের এই ১৫ জন প্রমিলা ক্রিকেটার। ঢাকায় খেলবে ইষ্ট এন্ড ক্লাবের কোচ মনির হোসেনের অধীনে।
এ প্রমিলা ক্রিকেটা দল ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে যারা খেলবেন, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার, শিলা আক্তার, ইসরাত জাহান ইমু, আফরোজা আক্তার, মিম আক্তার, বৃষ্টি আক্তার, হ্যাপী, ইসরাত জাহান ভাবনা, আকাশী আক্তার, তমা আক্তার ও পায়েল রানী।
এদের মধ্যে লিপি আক্তার, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার ও শিলা আক্তার গত মৌসুমে বিভিন্ন দলের হয়ে ঢাকার প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে খেলেছে।
এ প্রসঙ্গে বিসিবি নিয়োগপ্রাপ্ত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান জানান,“টাঙ্গাইলে বেশ ক’জন প্রতিভা সম্পন্ন প্রমিলা ক্রিকেটার রয়েছে। তারা ছেলেদের মতো নিয়মিত মাঠে অনুশীলন করে। তাদের মধ্যে লিপি খুবই প্রতিভা সম্পন্ন ক্রিকেটার। এ প্রতিভা আর যোগ্যতায় গত মৌসুমে ঢাকা লীগে খেলেছে লিপি। এবার ও খেলতে যাচ্ছে। আমি আশাবাদী ও খুব দ্রুত নিজেকে মহিলা ক্রিকেট অঙ্গনে মেলে ধরতে পারবে লিপি।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলে অটিস্টিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের অধিনে থাকা টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
বালক এবং বালিকাদের ৬ টি ইভেন্টে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। এতে দৌড়, বল নিক্ষেপ, হাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। এছাড়া উৎসবে সবার জন্য উন্মুক্ত ছিলো যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।
উৎসবমুখর আয়োজন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বিজয়ীদের পুরষ্কার তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন (লিন্টু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার।
এছাড়াও এ উৎসবের সার্বিক আয়োজনে ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

জামালপুর প্রতিনিধি: জামালপুর স্টেডিয়ামের আধুনিকায়নের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ১২ একর জায়গায়। যার জন্য ব্যয় হবে ৩৯ কোটি টাকা। এখানে থাকবে আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, নির্মাণ করা হবে একটি চারতলা অত্যাধুনিক ভবন।
ভবনটিতে থাকবে একটি প্যাভেলিয়ন, ডরমেটরি, খেলোয়াড়দের ড্রেসিং রুম ও ভিআইপি লাউঞ্জ। এখানে শেডসহ ১৪ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি নির্মাণ করা হবে।
এছাড়াও এই প্রকল্পের আওতায় একটি করে বাস্কেট বল ও হ্যান্ডবল গ্রাউন এবং একটি আউটার স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় বর্তমান জিমনেসিয়ামটিকে সংস্কার করে সেখানে অত্যাধুনিক সরঞ্জমাদি দেওয়া হবে। পরবর্তীতে দিবারাত্রি খেলা অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে যুক্ত হবে ফ্লাট লাইট।
খেলাধুলার মান উন্নয়নের জন্য জামালপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামকে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে।যার ফলে এই অঞ্চলের ক্রীড়া প্রেমী মানুষ আরো ভালোভাবে খেলা উপভোগ করতে পারবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
এছাড়াও এই প্রকল্পের আওতায় একটি করে বাস্কেট বল ও হ্যান্ডবল গ্রাউন এবং একটি আউটার স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় বর্তমান জিমনেসিয়ামটিকে সংস্কার করে সেখানে অত্যাধুনিক সরঞ্জমাদি দেওয়া হবে। পরবর্তীতে দিবারাত্রি খেলা অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে যুক্ত হবে ফ্লাট লাইট।
খেলাধুলার মান উন্নয়নের জন্য জামালপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামকে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে।যার ফলে এই অঞ্চলের ক্রীড়া প্রেমী মানুষ আরো ভালোভাবে খেলা উপভোগ করতে পারবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

টাঙ্গাইলে প্রমিলা ক্রিকেটাররা দ্রুতই করছেন। এক দিকে যেমন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ার মঞ্চে শ্রেষ্ঠ্ত্ব অর্জন করছেন, তেমনি টাঙ্গাইলে মেয়েরাও ক্রিকেটে এগিয়ে আসছে, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য। তাদের প্রথম টার্গেট ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের শিরোপা অর্জন।
টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের নিবিড় প্রশিক্ষনে টাঙ্গাইলের মহিলা ক্রিকেটার, যারা নিয়মিত অনুশীলন করে তাদের মধ্যে ১৫ জন ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে খেলার জন্য এ বছর ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকায় তারা ইষ্ট এন্ড ক্লাবের কোচ মনির হোসেনের অধীনে খেলবেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

সেবা ডেস্ক: টেলিভিশন কিংবা ইন্টারনেটে রেসলিং দেখেননি এমন খুব কম লোকই আছে! অনেকের কাছেই এটি জনপ্রিয় প্রোগ্রাম।
কিন্তু ম্যাজিকের মতই সারা বিশ্বে রেসলিং এর রহস্য সবার অজানা। গত কয়েক দশক ধরে চলা জনপ্রিয় এই রেসলিং কে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। রেসলিং এ এত আঘাতের পরেও মানুষ কিভাবে বেঁচে থাকে এটা নিয়েও সবার মনে রয়েছে নানা সন্দেহ। আর যারা এই রেসলিং এর সাথে জড়িত তারা কখনই এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেন না। রেসলিং সম্বন্ধে জেনে নিন অজানা কিছু তথ্য।
রেসলিং কি আসলেই নকল?
হ্যা, রেসলিং একটি অসাধারণ মঞ্চ নাটক ছাড়া আর কিছুই না। তবে সাধারণ মঞ্চ নাটকের সাথে এর পার্থক্য হল মঞ্চে রেসলারদের ভুল গুলো সহজেই চোখে পরে আর রেসলিং সারা বিশ্বের মানুষ নানা প্রান্ত থেকে উপভোগ করে।
যেখানে বড় বড় তারকা রেসলাররা লড়াইয়ে জিতে বেশি আয় করে সেখানে কেন একজন রেসলার হেরে যায়?
এটার কারণও খুব স্বাভাবিক। মঞ্চ নাটকের মত এটারও একটা স্ক্রিপ্ট থাকে যাতে বিভিন্ন অভিনেতারা বিভিন্ন চরিত্রে কাজ করে থাকে। যদি একজন রেসলার নিজে জিততে চায় তাহলে সে শীঘ্রই তার চাকরি হারাবে।
রেসলাররা কি সত্যিই আহত হয়?
এটাও লেখকদের স্ক্রিপ্টে থাকা নকল মারামারির আহত হওয়ার এক দৃশ্য ছাড়া আর কিছুই না। মঞ্চটি রেসলারদের জন্য পুরোপুরি সহায়কভাবেই তৈরি করা থাকে। সেই সাথে রেসলারদের জন্য মঞ্চে নানা রকম আহত হওয়ার আর্ট তৈরি করে রাখা হয় যা সত্যিই একটু বিপদজনক। কোন রেসলার যদি সেই আর্ট অনুযায়ী কাজ না করে একটুও ভুল করে তবে সে মারাত্মক ভাবে আহত হতে পারে। তবে কখনই কোন রেসলার তার প্রতিপক্ষকে ইচ্ছে করে আঘাত করে না ঠিক যেমনটি আমরা চলচ্চিত্রে দেখে থাকি। তবে অনেক সময় অনিচ্ছাকৃত ভুলের কারনে প্রতিপক্ষ আঘাতপ্রাপ্ত হয়। এমন একজন রেসলারও পাওয়া যাবে না যে এই মঞ্চে আঘাতপ্রাপ্ত হয়নি। অনেকে বড় ধরনের আঘাত পেয়ে তারা ক্যারিয়ারের ইতি টেনেছেন।
রেসলিং এর সময় যে রক্ত দেখা যায় তা কি আসল?
বেশিরভাগ সময়ই সেগুলো সত্তিকারের রক্ত থাকে। রেসলারদের শরীরে বিভিন্ন জায়গায় এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়। তবে অনেক সময় অসতর্কতার কারনে শরীরের অন্য অংশ থেকেও রক্ত ঝরে। এছাড়া রেসলিং এর সময় ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়। তবে কখনই রং অথবা সস ব্যবহার করা হয় না।
রেসলাররা কি অবৈধ ড্রাগ গ্রহণ করে?
সব রেসলাররা অবৈধ ড্রাগ বা স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করে না। অন্যান্য খেলায় পারদর্শী খেলোয়াড়দের মত রেসলাররাও স্বাভাবিক প্রক্রিয়ায় জিম করে ও হরমোন বৃদ্ধির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার খায়। তবে অনেক রেসলার গোপনে ড্রাগ নিয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই নেই।
রেসলিং মঞ্চে রেসলারদের বান্ধবীরা কি সত্যিই তাদের বান্ধবী?
না, রেসলিং মঞ্চে শুধু মাত্র ফ্যামিলি ড্রামা করার জন্যই রেসলারদের কাছে এ ধরনের সঙ্গিনী পাঠানো হয়। তারাও নানা রকম ভঙ্গির মাধ্যমে রেসলিং কে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে থাকে।
রেসলিং এ রেফারিরা এত অসহায় থাকে কেন?
অন্যান্য খেলার মত রেসলিং এর রেফারিরা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না এছাড়া তাদের আচরণেও অত্যন্ত অসহায় ভাব প্রকাশ পায়। রেফারিদের এ ধরনের আচরণও নাটকেরই একটা অংশ। রেফারিদের কানে সবসময় একটা হেডফোন লাগানো থাকে। তারা পরিচালকের দেওয়া নির্দেশনা অনুযায়ী রেসলিং পরিচালনা করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ওয়াসিম হায়দার: লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিনের পৃষ্ঠপোষকতায় অান্তঃ পদুয়া চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
২রা নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় পদুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পদুয়া জগন্নাথ ক্লাব ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে পদুয়া মাস্টার পাড়া ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাবু অাসলাম। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম.এ শুক্কুর,কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য মাসুকুর রহমান বাবু,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,পদুয়া ইউনিয়ন অা'লীগের সাধারণ সম্পাদক অাবছার অাহমদ,সাতকানিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল অালম,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে শামশুল অালম,বান্দরবান খেলোয়াড় সমিতির নাছির উদ্দিন।উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান অালী।সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ফরিয়াদের কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর অালম,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক টিপু,চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুল হক টিটু,সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন,পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা আদেল চৌধুরী,ছাত্রলীগনেতা সোহেল,মাকসুদ,আরিফ,আবদুলাহ আল সাঈদী,মিজান,পারভেজসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র, পদুয়ার কৃতি সন্তান ইসলাম বেবী বলেন, খেলাধুলা যুবকদের শরীরিক ও মানসিক বিকাশে বিরাট অবদান রাখে। খেলাধুলা যুবকদের বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে। তাই যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এরকম টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজন করতে হবে।
ধারাবর্ণনায় ছিলেন মাহফুজুর রশিদ বাচ্চু' খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব,সোলায়মান।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
২রা নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় পদুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পদুয়া জগন্নাথ ক্লাব ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে পদুয়া মাস্টার পাড়া ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাবু অাসলাম। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম.এ শুক্কুর,কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য মাসুকুর রহমান বাবু,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,পদুয়া ইউনিয়ন অা'লীগের সাধারণ সম্পাদক অাবছার অাহমদ,সাতকানিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল অালম,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে শামশুল অালম,বান্দরবান খেলোয়াড় সমিতির নাছির উদ্দিন।উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান অালী।সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ফরিয়াদের কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর অালম,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক টিপু,চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুল হক টিটু,সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন,পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা আদেল চৌধুরী,ছাত্রলীগনেতা সোহেল,মাকসুদ,আরিফ,আবদুলাহ আল সাঈদী,মিজান,পারভেজসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র, পদুয়ার কৃতি সন্তান ইসলাম বেবী বলেন, খেলাধুলা যুবকদের শরীরিক ও মানসিক বিকাশে বিরাট অবদান রাখে। খেলাধুলা যুবকদের বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে। তাই যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এরকম টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজন করতে হবে।
ধারাবর্ণনায় ছিলেন মাহফুজুর রশিদ বাচ্চু' খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব,সোলায়মান।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে হাডুডু ফাইনাল খেলা ২৭ অক্টোবর বিকেল ৪ টায় হরিনাপাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় থুরী একাদশ গোবিন্দপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। হরিনাপাই-বাকাই গ্রামের যুবসমাজ এর আয়োজন করে। জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, জেলা আ’লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আ’লীগের সম্পাদক মো: জিন্নাহ, যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম, চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভূট্রো, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক জামান লেবু, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আনজু মান আরা ফারুক, খেলা পরিচালনা কমিটির সভাপতি আলম মুনসুরী ও সাধারণ সম্পাদক মতিউর রহমান বিদ্যুৎ প্রমুখ। ১৪ আগস্ট থেকে খেলাটি শুরু হয়। খেলায় ১৮টি দল অংশ গ্রহণ করে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা