Seba Hot News

আজ

হোম জাতীয়
রাজনীতি সমাজ সেবা ক্রাইম নিউজ
সারাদেশ ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর বরিশাল খুলনা ময়মনসিংহ উত্তরবঙ্গ
সারাবিশ্ব শিক্ষাঙ্গন অর্থনীতি
খেলাধুলা ক্রিকেট ফুটবল টেনিস
বিনোদন বলিউড ঢালিউড হলিউড
প্রযুক্তি সম্পাদকীয় নির্বাচন
লাইফস্টাইল রান্না-বান্না মুক্তিযুদ্ধ শোক সংবাদ সাংস্কৃতি স্বাস্থ্য চাকুরীর খবর ধর্ম নারী ও শিশু আইন আদালত কৃষি
☰

Home » কলাম: মিঠু আহমেদ-এর জন্য সন্ধান ফলাফল



ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে সাজিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। এ অনুষ্ঠানমালার অন্যতম নাটক ও টেলিফিল্ম। ছোট পর্দায় ঈদের দ্বিতীয় দিনের নাটক ও টেলিফিল্মের খবর নিয়ে সাজানো হয়েছে ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্ব।
এটিএন বাংলা
ফড়িং : দুপুর ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ফড়িং। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নির্মিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন- তারেক আনাম খান, ফারাহ, সুজানা, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।
আলাল দুলাল ষষ্ঠপত্র : ২০১২ সালের রোজার ঈদে এটিএন বাংলায় প্রচার হয় বিশেষ নাটক ‘আলাল দুলাল’। কাহিনি রচনার পাশাপাশি নাটকটি নির্দেশনাও দেন মীর সাব্বির। সেই থেকে শুরু। এরপর শুধু ২০১৩ সালের কোরবানির ঈদ ছাড়া প্রতিটি ঈদেই এটিএন বাংলার জন্য নাটকটির সিক্যুয়াল তৈরি করে আসছেন তিনি। এবারের ঈদেও এর ব্যাতিক্রম হচ্ছে না। ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটির নতুন সিক্যুয়াল আলাল দুলাল ষষ্ঠ পত্র। এতে আলাল ও দুলালের চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান ও মীর সাব্বির। সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ঈশানা।
এক দুপুরের ভালোবাসা : বিকাল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক এক দুপুরের ভালোবাসা নাটকের দ্বিতীয় পর্ব। মোহন খানের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সুজানা, তানভীর, কল্যাণ, সোমা, সমাপ্তি ও নমিরা।
রকস্টার : রাত ৭টা ৪৫মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক রকস্টার নাটকের দ্বিতীয় পর্ব। রায়হান খানের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, মিশু সাব্বির, আরফান নোভা।
অস্থির পারভেজ : রাত ৮টা ১৫মিনিটে প্রচারিত হবে ৬ খন্ডের ধারাবাহিক অস্থির পারভেজ নাটকের দ্বিতীয় পর্ব। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন- আর বি প্রিতম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরেশ যাকের, আবুল হায়াত, সাবেরি আলম, মিশু সাব্বির, সোনিয়া প্রমুখ।
একুশে টিভি
তুই : বিকাল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম তুই। শহিদুল হক স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চেšধুরি। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, মম, কে এস ফিরোজসহ আরো অনেকে।
শেষ অধ্যায় : রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ছয় পর্বের ধারাবাহিক শেষ অধ্যায় নাটকের দ্বিতীয় পর্ব। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন- মিনহাজুল ইসলাম অভি। লাইমলাইট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন- জয়শ্রী কর জয়া, সুমাইয়া শিমু, সজল, ইসমত আরা লেমন, লামিয়া মিমো, সানজানা এনা, ইশরাত তন্নি, প্রিয়াংকা, বড়দা মিঠু, তারেক মাহমুদ, সাজু আহমেদ, বাদল, দিলু, জুয়েল হোসাইন দুলাল প্রমুখ।
বৈরী হাওয়া : ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক বৈরী হাওয়া। মনসুর রহমান চঞ্চলের রচনা ও সরদার রোকনের পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সজল, মেহজাবিন, জিদান মুনিরা মিঠুসহ আরো অনেকে।
টম এন্ড জেরী : রাত ১০টায় সম্প্রচারিত হবে বিশেষ নাটক এন্ড জেরী। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চেšধুরি। বিভিন্ন চরিত্রে দেখা যাবে- অপূর্ব, মম, আফরোজা বানু, লায়লা হাসানসহ আরো অনেককে।
কমিশন : রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক কমিশন। আহসান হাবিবের রচনা এবং খায়রুল পাপনের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহেদ শরীফ খান, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহসহ আরো অনেকে।
চ্যানেল আই
দেবদূত : বিকাল ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম দেবদূত। মারুফ রেহমানের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে- আহমেদ রুবেল, রুনা খান, সাজু খাদেম, রুমু, আজাদ, মাহফুজ আহমেদ, মাজনুন মিজান প্রমুখ।
ছোটকাকু : ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ এবার ‘রাগ করে রাঙ্গামাটি’ গেছেন। ছোটকাকু সিরিজের ‘রাগ করে রাঙ্গামাটি’ গল্প নিয়েই এবার নির্মিত হয়েছে ৮ পর্বের ধারাবাহিক। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন- আফজাল হোসেন, সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া ও সামিয়া প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকুর তৃতীয় পর্ব প্রচারিত হবে।
একটু বাড়িয়ে বলা : সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সম্প্রচারিত হবে নাটক একটু বাড়িয়ে বলা। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মুম রহমান। পরিচালনা করেছেন- মাজহারুল ইসলাম। অভিনয়ে মৌটুসি, ফারুক আহমেদ, মনিরা মিঠু, মিশু সাব্বির, স্বাধীন খসরু, মুম রহমান, সিরাজুল কবির চৌধুরী প্রমুখ।
হাট্টিমাটিম টিম : সন্ধ্যা ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক হাট্টিমাটিম টিম। রচনা ও পরিচালনা করেছেন- ফেরদৌস হাসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাজ্জাদ, হাসিন, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।
এনটিভি
অনুমতি প্রার্থনা : দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম অনুমতি প্রার্থনা। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- শমী কায়সার, মাহফুজ আহমেদ, আনিসুর রহমান মিলন, মিথিলা প্রমূখ।
ভ্যানিটি ব্যাগ : সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ভ্যানিটি ব্যাগ এর দ্বিতীয় পর্ব। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় নাটটিতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, সাজু খাদেম, উর্মিলা, স্পর্শিয়া, বুড়ি আলী, সালমান আল মামুন প্রমুখ।
আকাশের ঠিকানা : রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে বিরতিহীন বিশেষ নাটক আকাশের ঠিকানায়। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- আফরান নিশো, তিশা ও অরুণা বিশ্বাস প্রমুখ।
স্টোরি বোর্ড : রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক স্টোরি বোর্ড এর দ্বিতীয় পর্ব। রায়হান খানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আবুল হায়াত, মোশাররফ করিম, তারিন, প্রভা, মিশু সাব্বির, সমাপ্তি ওয়াদুদ, শিল্পী সরকার অপু, খালেদা আক্তার কল্পনা, আরফান আহমেদ, আরফান প্রমুখ।
আতর মুন্সী : রাত ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক আতর মুন্সী। প্রশান্ত অধিকারীর মূল ভাবনায় টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন হাবিব। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সনি।
আরটিভি
ইয়ার আলীর নতুন বউ : রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক ইয়ার আলীর নতুন বউ নাটকের দ্বিতীয় পর্ব। বৃন্দাবন দাসের রচনায় সালাহ্উদ্দিন লাভলুর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, অহনা, আখম হাসান, প্রাণ রায়, আরফান, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, গোলাম হাবিব মধু প্রমুখ।
ফ্যান্টাস্টিক তরফদার : সন্ধ্যা ৬টা ৩ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক ফ্যান্টাস্টিক তরফদার নাটকের দ্বিতীয় পর্ব। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, শখ, আখম হাসান, তারিক স্বপন, আবদুল্লাহ রানা প্রমুখ।
ফরমাল-ইন অ্যাকশন : রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক ফরমাল-ইন অ্যাকশন নাটকের দ্বিতীয় পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনা এতে অভিনয়ে করেছেন- জাহিদ হাসান, নিপুণ, শামীন নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, ডা. এজাজ, সাজ্জাদ রেজা, রিমি করিম প্রমুখ।
যমজ ৩ : সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে একক নাটক যমজ ৩। অনিমেষ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন- আজাদ কালাম। এর বিভিন্ন চরিত্রে দেখা যাবে- মোশাররফ করিম, প্রসূণ আজাদ প্রমুখ।
লাভ ফাইনালি : রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে একক নাটক লাভ ফাইনালি। রচনা ও পরিচালনা করেছেন- কৌশিক শংকর দাশ। এতে অভিনয় করেছেন- সাদিয়া ইসলাম মৌ, নোবেল প্রমুখ।
বাংলাভিশন
সিকান্দার বক্স এখন রাঙামাটি : ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক সিকান্দার বক্স এখন রাঙামাটি নাটকের দ্বিতীয় পর্ব। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, আনিকা কবির শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আখম হাসান, আরফান আহমেদ, রোবেনা রেজা জুঁই, সামিহা, সাবিলা নূর, মিঠু, এলেন শুভ্র প্রমুখ।
মুকুল মাস্টার : রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক মুকুল মাস্টার নাটকের দ্বিতীয় পর্ব। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরফান উদ্দিন আহমেদ, নিলয়, ওয়াহিদা মল্লিক জলি, নওশাবা, মীম, লিমি, জিল্লু প্রমুখ।
পাপারাজ্জি : বেলা ২টা ১০ মিনিটে সম্প্রচারিত হবে টেলিফিল্ম পাপারাজ্জি। মাহমুদ “িারের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামুনুর রশীদ, আরফান নিশো, অর্ষা, শম্পা রেজা, নিয়াজ মোর্শেদ প্রমুখ।
সেই রকম ঘুষখোর : রাত ৮টায় প্রচারিত হবে নাটক সেই রকম ঘুষখোর। আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, জেনী প্রমুখ।
লাইক এন্ড কমেন্ডস : রাত ১১টা ৫৫ মিনিটে সম্প্রচারিত হবে নাটক লাইক এন্ডস কমেন্ডস। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, মৌটুসী বিশ্বাস প্রমুখ।
দেশ টিভি
বাখরখানি : রাত ৯টায় প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক বাখরখানি নাটকের দ্বিতীয় পর্ব। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তানিম পারভেজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, অপর্ণা, সাফা কবীর, ফারুক আহমেদ প্রমুখ।
ফিরে এলো রূপবান : রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ফিরে এলো রূপবান। তুহিন রাসেলের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। বিভিন্ন চরিত্রে দেখা যাবে শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, সাঈদ বাবু প্রমুখকে।
মোহনা টিভি
দুপুর ১২টায় প্রচারিত হবে পাঁচ পর্বের ধারাবাহিক কুটুম বাড়ি নাটকের দ্বিতীয় পর্ব। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ৫ পর্বের ধারাবাহিক প্রেমরস নাটকের দ্বিতীয় পর্ব। রাত ৮টায় প্রচারিত হবে ৫ পর্বের ধারাবাহিক প্রেম পরীক্ষা নাটকের দ্বিতীয় পর্ব।
মাছরাঙা টিভি
খায়েশ : সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক খায়েশ নাটকের দ্বিতীয় পর্ব। কাজী শহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন- সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, অর্ষা, জুঁই, আরফান, শিরিন আলম প্রমুখ।
স্টোরি অব থাউজেন্ড ডেস : দুপুর ২টায় প্রচারিত হবে টেলিফিল্ম স্টোরি অব থাউজেন্ড ডেস। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- অভিনয়ে: তাহসান, তিশা প্রমুখ।
কোরবান আলীর ব্যাঙ্ক ব্যালান্স : রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে একক নাটক কোরবান আলীর ব্যাঙ্ক ব্যালান্স। নূর সিদ্দিকীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, রুনা খান, কায়েস চৌধুরী প্রমুখ।
গাজী টিভি
লন্ডন ড্রিম : বিকাল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে আঞ্চলিক নাটক লন্ড্রন ড্রিম। আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন – সাজু খাদেম, শানারাই দেবী শানু, শামিরা খান মাহি প্রমুখ।
এপার্টমেন্ট ২বি : রাত ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে এপার্টমেন্ট ২বি শিরোনামের নাটকটি। অমিত আশরাফের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- পিয়া বিপাশা, প্রসুন আজাাদ, মনজ কুমার প্রমুখ।
ডেইলি ফ্রাইট নাইট : প্রথম বারের মতো দেশের কোনো টিভি চ্যানেলে প্রচার হতে যাচ্ছে হরর টেলিফিল্ম ডেইলি ফ্রাইট নাইট। টেলিফিল্মটি সাজানো হয়েছে এক ভৌতিক, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর গল্প দিয়ে। তানিম রহমান অংশুর গল্প ও পরিচালনায় হরর এই মেগা ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন শাকিব হাসান বাধন। এতে অভিনয় করেছেন- লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, সুজানা, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, মুন ইসলাম, সাবা, আশিকুর রহমান পুতুল, শাওন হক, মৌ, সেন্টু প্রমুখ। এ দিন রাত ১২টায় প্রচার হবে এ টেলিফিল্মটি।
চ্যানেল নাইন
ভালোবাসার ফাঁদ : দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ভালোবাসার ফাঁদ। এ পরিচালনা করেছেন- কৌশিক শংকর দাস। এতে অভিনয় করেছেন- তারিন, অপূর্ব, শার্লিনসহ আরো অনেকে।
ঘুম বাবুর বিয়ে : সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক ঘুম বাবুর বিয়ে এর ২য় পর্ব। নাটকটি রচনায় শাহ্ মো. নাঈমূল করিম ও পরিচালনায় সহিদ-উন-নবী। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্বর্ণা, তারেক স্বপন, সবুজ, শহিদুল ইসলাম সাচ্চু, সৈকত প্রামাণিক ও জেবিন।
গল্পটা সন্দেহজনক : সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক গল্পটা সন্দেহজনক। নাটকটি পরিচালনা করেছেন- আশিকুর রহমান। এতে অভিনয় করেছেন- জেনি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
প্রেম ছিল ভালো ছিল : রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক প্রেম ছিল ভালো ছিল। নাটকুট পরিচালনা করেছেন- তানিক রহমান অংশু। এতে অভিনয় করেছেন- অপি করিম, পার্থ বড়ুয়া ও প্রমুখ
জামালপুর জেনারেল হাসপাতালে টিআইবি’র ভ্রাম্যমাণ তথ্য কেন্দ্র
মিঠু আহমেদ, জামালপুর প্রতিনিধি: স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে ‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে দিনব্যাপী ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করেছে টিআইবি ও সনাক।

আজ ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ইয়েস গ্রুপের সদস্যরা হাসপাতালের বর্হি:বিভাগে এই ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করে।
সেবা বিষয়ে লিখিত ও লিফলেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য প্রদান করা হয়
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা উপকার ভোগী ও তাদের স্বজনদের জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন সেবা বিষয়ে লিখিত ও লিফলেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য প্রদান করা হয়

এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা উপকার ভোগী ও তাদের স্বজনদের জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন সেবা বিষয়ে লিখিত ও লিফলেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য প্রদান করা হয়।

ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনার সময় স্বজন সদস্য আসমাউল আসিফ আকন্দ, টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন, এ্যাসিস্টেন্ট ম্যানেজার অপূর্ব ভট্টাচার্য, ইয়েস দলনেতা অরণ্য আহমেদ রবিন, সদস্য সিরাজুল ইসলাম রনি, আফিয়া আফসানা, ইসরাত জাহান স্মৃতি, আরেফিন ইয়ালিদ, আতিকুর রহমান, নূরে আলম, সুমন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: মিঠু আহমেদ
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণে ১৬ পরিবার অবরুদ্ধ
মিঠু আহমেদ, জামালপুর ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণের কারণে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার ১৫টি পরিবার অবরুদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা।

                    অবরুদ্ধ পরিবারের অভিযোগ, উপজেলা পরিষদের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে ১৫ ফুট ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও উত্তর পাশ দিয়ে মাত্র ৩/৪ ফুট জায়গা ছাড়া হয়েছে। এতে ওই এলাকার শত বছরের বসবাসকারী পরিবাররা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
বৈষম্যের শিকার পরিবারের সদস্যরা জানায়, এতদিন উন্মুক্ত থাকায় উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তা দিয়ে তারা সহজেই যাতায়াত করতো। কিন্তু সম্প্রতি উপজেলা পরিষদের সীমানা প্রাচীর শুরু হলে অবরুদ্ধ পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় রাস্তাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক আহমেদ কবীর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে আলোচনা সাপেক্ষে সৃষ্ট সমস্যা সমাধান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন। কিন্তু রহস্যজনক কারণে সমস্যার সমাধান না করেই সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। 

অবরুদ্ধ পরিবারের সদস্য মো.খাদেমুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এক রকম তড়িগরি করে জোড় পূর্বক দেয়াল নির্মাণ করে অন্তত ১৫টি পরিবারের কয়েক’শ মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন। এখানে আমরা নাগরিক অধিকারও পাচ্ছি না। ক্ষমতার কাছে আমরা হেরে যাচ্ছি। যাদের কাছে নাগরিক সেবার দায়িত্ব তারাই নাগরিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করছেন। জেলা প্রশাসকের নির্দেশও তারা গোপন করে আমাদের শত বছরের রাস্তা বন্ধ করে দিয়েছেন। 

              দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,‘তাঁদের অবরুদ্ধ করা হয়নি। পাঁচ ফুট জায়গা ছেড়েই দেয়াল নির্মাণ করা হচ্ছে। সরকারি জায়গা ১০/১২ ফুট ছেড়ে দিয়েতো আমি সীমানা প্রাচীর নির্মাণ করতে পারি না।  সমঝোতা করে দুই পক্ষই জমি ছেড়ে দিলে রাস্তা ১০ ফুট করা সম্ভব। তবে ওইসব পরিবারের চলাচলের জন্য উত্তর পাশ দিয়ে একটি আট ফুট প্রসস্থ রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থা করা হচ্ছে।


⇘সংবাদদাতা: মিঠু আহমেদ
ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস আজ

মিঠু আহমেদ: আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালে আজকের দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি কামালপুর দুর্গের পতন হয়। তাই দিনটিকে স্বরণ করে প্রতি বছরই স্থানীয় মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত দিবস পালন করে আসছে। কামালপুর মুক্ত দিবস উপলক্ষে এবারও পালন করবে ১১ নম্বরের মুক্তিযোদ্ধারা ।

ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেন্দ্রগঞ্জ ও জামালপুর জেলার পাহাড় ঘেঁষা বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে হানাদার বাহিনী যুদ্ধের শুরু থেকেই শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছিল। এখান থেকেই হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালায়। উত্তর রণাঙ্গনের ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রধান লক্ষ্য ছিল যে কোন মূল্যে এই ঘাঁটি দখল করা। এই যুদ্ধে কামালপুর রণাঙ্গনে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ৮ দফা সম্মুখ যুদ্ধ হয়।

৩১ জুলাইয়ের আগে ধানুয়া কামালপুর রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন জেড ফোর্স । জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান পাক বাহিনীর সঙ্গে মোকাবেলা করেন । তৎকালীন ৩১ জুলাই সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর গুলিতে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম শাহাদাৎ বরণ করেন। ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ শহীদ হওয়ার পর মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডার মেজর আবু তাহেরের (পরে কর্নেল) পরিকল্পনা অনুযায়ী ২৪ নভেম্বর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ধানুয়া কামালপুর ঘাঁটি অবরোধ করেন।

অবরোধের প্রথম দিনই কামালপুর মির্ধা পাড়া মোড়ে সম্মুখ যুদ্ধে মর্টার শেলের আঘাতে সেক্টর কমান্ডার মেজর আবু তাহের (পরে কর্নেল) একটি পা হারান। পরে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব নেন উইং কমান্ডার হামিদুল্লাহ খান বীরপ্রতীক।

১০ দিন প্রচন্ড যুদ্ধের পর ৪ ডিসেম্বর সকাল ৮ টায় সেক্টর কমান্ডারের নিদের্শক্রমে সাহসী মুক্তিযোদ্ধা বশির আহমেদ (বীরপ্রতীক) নিজের জীবন বাজি রেখে পাক বাহিনীর ক্যাম্পে সারেন্ডার পত্র নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭টায় ৩১ ব্যালুচ রেজিমেন্টের গ্যারিসন কমান্ডার আহসান মালিক সহ ১৬২ জন হানাদার বাহিনীর সদস্য মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে।

শত্রু মুক্ত হয় ধানুয়া কামালপুর। ধানুয়া কামালপুর যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ (বীর উত্তম) , মুক্তিযোদ্ধা গাজী আহাদুজ্জামান, তসলিম উদ্দিন শহীদ হন ১৯৭ জন মুক্তিযোদ্ধা। গুলিবিদ্ধ হয়ে ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম (সাবেকমন্ত্রী মেজর হাফিজ) সহ অনেকেই পঙ্গুত্ব বরণ করেন।

অন্যদিকে একজন ক্যাপ্টেনসহ হানাদার বাহিনীর ২২০ জন সৈন্য মারা যায় এ যুদ্ধে। ধানুয়া কামালপুর যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ২৯ জনকে তাদের বীরত্বের জন্য বীর বিক্রম, বীরউত্তম ও বীরপ্রতীক খেতাব দেয়া হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) নিজস্ব অর্থায়নে ধানুয়া কামালপুর স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। এখানে মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মাণ করা হয়েছে ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রতিদিন শত শত মানুুষ এই জাদুঘরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্যচিত্র দেখতে আসে। দিবসটি উপলক্ষে ধানুয়া কামালপুর বিজিবি মাঠে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

⇘সংবাদদাতা: মিঠু আহমেদ
সরিষাবাড়িতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ৪ দিন ব্যাপী বইমেলার আয়োজন
মিঠু আহমেদ, জামালপুর প্রতিনিধি ॥ সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ৪দিন ব্যাপি ২১শে বই মেলা বৃহস্পতিবার সকালে উদ্ভোধন করা হয়েছে । জামালপুরের সরিষাবাড়ী পৌরসভাস্থ গনময়দান মাঠ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনের শুরুতেই প্রথমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রাদ্ধা নিবেদন করে তাদের বিদেহী আত্মার  মাগফেরাত কামনায় দোয়া শেষে আলোচনা সভায় সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানের মুল কার্যক্রম শুরু করা হয়।
সরিষাবাড়িতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বইমেলার উদ্বোধন
বইমেলায় বই দেখছে শিশুরা

প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ২১শে বই মেলার উদ্ভোধন করেন। বিশিষ আতিথি ছিলেন, সরিষাবাড়ি উপজেলা অওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, সহসভাপতি মোঃ মনির উদ্দিন। পরে কবি শহিদুল ইসলাম নিরবের লেখা কাব্যগ্রন্থ“ চারুমুখী বাসন্তী” বইটির মোড়ক উম্মোচন করেন। এ মেলায় দৃষ্টিনন্দন ২০টি স্টল রয়েছে। এছাড়াও প্রতিদিন এ মেলা প্রাঙ্গনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃতি, নৃত্য প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন ও বর্ণ লিখন প্রতিযোগীতা, স্বরচিত কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ বাংলার মানুষ বিশ্বাস করে, বাংলা মানুষের মুক্তি দাতা, বাংলার মানুষের ত্রানকর্তা, বাংলার মানুষের উন্নয়নের রোল মডেল ,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার এক মাত্র যোগ্য কর্নধার জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা জীবন বাজি রেখে সুখি স¤্রদ্ধি দেশ গড়তে রাজ পথে থাকবো।


⇘সংবাদদাতা: মিঠু আহমেদ
Old News হোম

সর্বশেষ সেবা

ads


Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search


সেবা হট নিউজ

সত্য প্রকাশে আপোসহীন

সেবা হট নিউজ ইন্টারনেট ভিত্তিক বাংলা এবং ইংরেজি অনলাইন সংবাদ সেবা প্রদানকারী। সেবা হট নিউজ জাতীয়, রাজনীতি, ক্রীড়া এবং অন্যান্য সমস্ত সংবাদ প্রকাশ করে।

Home

Card 2

Card 3

Card 4

FacebookGoogle+TwitterYoutubeLinkedinPinterest

প্রকাশক ও পরিচালক

এস এম আশরাফুল আজম
সেবা হট নিউজ | সত্য প্রকাশে আপোষহীন
[email protected]
+৮৮ ০১৭১১ ৯৮৬৯৫৪
সম্পাদক:জি এম ফাতিউল হাফিজ বাবু
উপ-সম্পাদক: নূরুজ্জামান খান
বার্তা সম্পাদক: এস. মাহমুদুল হাসান
arrow_upward
Copyright © 2015 সেবা হট নিউজ | Seba Hot News. All Rights Reserved. Designed BySeba Computers