মীমের মিথ্যা মামলায় আর্জেন্টিনা সমর্থক মাসুদের খালাস
🕧Published on:
নিজস্ব প্রতিবেদক : মীমের সাজানো মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন জামালপুরের আলোচিত আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান। তিনি দৈনিক জনবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক।
🕧Published on:
১৪ মার্চ মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জনাব মো:শহিদুল ইসলাম খালাস দেন।
আদালত ও মামলা এবং খোজ নিয়ে জানা যায়, ৫ বছর পুর্বে জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের মজনু আকন্দের মেয়ে মীম আক্তার ও মাসুদের সাথে সাভার স্মৃতিসৌধে পরিচয় হয় মাসুদের। পরিচয় হওয়ার কিছুদিন পরেই তাদের বাড়ীতে আসে মীম ও তার রেখা বেগম। পরবর্তীতে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরেই মিমের মা রেখা ও বোন মুক্তার কথায় মাসুদের বাচ্চা নষ্ট করে মীম । পরবর্তীতে মাসুদ মীমকে তালাক প্রদান করে। তালাকের কাগজ পেয়েই ২০১৮ সালে মীম মাসুদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। জিআর মামলা নং -২২/১৯। দীর্ঘ ৫ বছর আইনী লড়াই করেন মাসুদুর রহমান। তার বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ১১(গ) ধারার অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত না হওয়ায় মাসুদুর রহমানকে অভিযোগের দায় হইতে খালাস দেওয়া হয়।
মাসুদুর রহমান জানান, এই মামলাটি ছিল সম্পূর্ণ সাজোনো মিথ্যা মামলা। দীর্ঘ ৫ বছর আইনী লড়াই করে খালাস পেয়েছি।
আইনজীবী আব্দুর রউফ গফুর বলেন, মাসুদকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছিল। কয়েকজন সাক্ষী-প্রমাণ দ্বারা আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি- এটি একটি সাজানো মিথ্যা মামলা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।