সেবা হটনিউজ ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে পৃথক স'ানে বজ্রপাতে এক যুবক নিহত ও তিন জন আহত হয়েছে।নিহত যুবকের নাম মো. শাহআলম (৩০)। সে বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামের জমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুর দেড় টার দিকে শাহআলম কৃষি কাজ করে বাড়ি ফিরছিলেন এসময় বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত । মুমূর্ষু অবস'ায় তাকে বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শাহআলম কে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বগার চর ইউনিয়নের পেরির চর গ্রামে ও ধানুয়া কামালপুর গ্রামে বজ্রাঘাতে মরিচ ফুল (৩৫) , জীবু মিয়া (১৫), কাবেদা বেগম (৬০) নামে দুই জন আহত হয়। আহতরা বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে পৃথক স'ানে বজ্রপাতে এক যুবক নিহত ও তিন জন আহত হয়েছে।নিহত যুবকের নাম মো. শাহআলম (৩০)। সে বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামের জমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুর দেড় টার দিকে শাহআলম কৃষি কাজ করে বাড়ি ফিরছিলেন এসময় বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত । মুমূর্ষু অবস'ায় তাকে বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শাহআলম কে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বগার চর ইউনিয়নের পেরির চর গ্রামে ও ধানুয়া কামালপুর গ্রামে বজ্রাঘাতে মরিচ ফুল (৩৫) , জীবু মিয়া (১৫), কাবেদা বেগম (৬০) নামে দুই জন আহত হয়। আহতরা বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।