গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!

🕧Published on:

গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!
সেবা ডেস্ক: ভাতে মাছে বাঙালি, এটাই বাঙালির পরিচয়। ভাতে কিংবা পোলাও মাছ ছাড়া চলে না অনেকেরই।
আর এ মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায়। সেটা হলো তার কাঁটা। মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।


আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে যেতে হবে না। পবিত্র কোরআনের আয়াতের ফজিলত দেখুন-

আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।

দোয়াটি হলো-

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’

অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।

(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


2comments

খুবভালো

একবার আমার গলায় ইলিশ মাছের কাটা গেঁথে যায়,অতঃপর দুইদিন আমি ঢোক গিলতে পারছিলাম না,অনবরত মুখ থেকে লালা পরছিলো। হঠাৎ আমার এক আন্টি এই সূরার আয়াতটি পড়ে আমাকে গলায় আলতো করে ডলে ফুক দিয়ে দেয়।।।আল্লাহর রহমতে আমার কাঁটা ভেনিস হয়ে যায়।

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।