জেলার লোহাগড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার দিকে লোহাগড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির আবরোধ কর্মসূচি চলাকালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহাদুজ্জামান হত্যাসহ সাত মামলার আসামি।