এবার ঈদে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্ম ‘ডেস্টিনেশন’। টেলিফিল্মটি নির্মাণ করেছেন দম্পতি জুটি ওমরসানী ও মৌসুমীর ছেলে ফারদিন এলাহী। ছেলের এই টেলিফিল্মে অভিনয় করেছেন বাবা-মা দু’জনই।
ঈদের ৫ম দিন বিকেল সাড়ে ৪টায় এটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকটি প্রসঙ্গে ফারদিন বলেন, ‘গল্পের প্রয়োজনেই আম্মুকে টেলিফিল্মে নেয়া হয়েছে। আম্মু তার নিজের চরিত্রেই অভিনয় করেছেন এখানে। এছাড়া আব্বুও রয়েছেন আমার টেলিফিল্মে।’
টেলিফিল্মটিতে ওমরসানী অভিনয় করেছেন বডিগার্ড চরিত্রে। এ ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও সুজানা। অ্যাকশন ধাঁচের একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। মৌসুমী বলেন, ‘ফারদিনের কাজের প্রতি আগ্রহ আছে। ওর নিজের যা ভালো লাগবে তাই করবে। টেলিফিল্মের কাজটি ভালো করেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’