এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা এখন থেকে ওয়াটারক্রেস রেস্টুরেন্টে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এ লক্ষ্যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ওয়াটারক্রেস রেস্টুরেন্টের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। তেজগাঁও এর শান্তা ওয়েস্টার্ণ টাওয়ারে ওয়াটারক্রেস রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চীফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, হাই ভ্যালু সার্ভিস এক্সপেরিয়েন্স ম্যানেজার মোহাম্মদ আজমত উল্লাহ খান, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার হাফিজা রহমান, জোনাল কর্পোরেট সার্ভিস ম্যানেজার সায়দুল হক এবং ওয়াটারক্রেস রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর শেখ আফতাব আহমেদ, এজিএম অ্যান্ড হেড অফ অপারেশনস এম রেদওয়ান জিনান সিদ্দিকী, সিএসসিএ; মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ রাইয়ান জামান, কর্পোরেট সেলস এক্সিকিউটিভ এন্ড পিআর লিসা চৌধুরী।
এই চুক্তির আওতায় এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা ওয়াটারক্রেস রেস্টুরেন্টের সকল মেনুতে পাবেন ফ্ল্যাট ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
এই চুক্তির আওতায় এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা ওয়াটারক্রেস রেস্টুরেন্টের সকল মেনুতে পাবেন ফ্ল্যাট ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন।