মোবাইল কেনার জন্য বোন-দুলাভাইকে হত্যা!

S M Ashraful Azom


একেই বোধ হয় বলে পণ্য-আসক্তি। মোবাইল ফোনের হ্যান্ডসেট কেনার টাকার জন্য বোন দুলাইভাইকে হত্যা করেছে এক কিশোর! দুজনকে হত্যার পর ৩৬ হাজার রুপিও লুটে নেয় সে। ভারতের মিজোরাম প্রদেশের আইজল জেলার একটি গ্রামে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড
আইজওয়াল জেলার পুলিশ সুপার সি লালদিনা বলেন, মঙ্গলবার জেলার কিশোর আদালতে ওই কিশোর তার সৎ বোন দুলাভাইকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায় গত জুলাই বোন দুলাভাইকে হত্যা করে সে তাদের বাড়ি থেকে ৩৬ হাজার রুপি লুট করে নেয়
ওই হত্যাকাণ্ডের একদিন পরই ওই কিশোরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই কিশোর জানায় তাকে তার গ্রাম ঘিরে থাকা জঙ্গলে পশু শিকার করার জন্য একটি একনলা বন্দুক দেওয়া হয়েছিল। অনেকদিন থেকেই তার একটি দামি মোবাইল ফোন কেনার লোভ ছিল। কিন্তু টাকা ছিল না। এবার বন্দুক হাতে পেয়ে সৎ বোনের টাকা লুটের লোভ জেগে ওঠে তার
যেই ভাবা সেই কাজ। বাড়িতে ফিরে গিয়ে প্রথমেই দুলাভাইকে গুলি করে হত্যা করে সে। এরপর বোনকে একটি জ্বালানি কাঠ দিয়ে আঘাত করে এবং কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে
তার বোন দুলাভাই মাত্র কিছুদিন আগে ভারত সরকারের নতুন ভূমি ব্যবহার নীতির অধীনে রাজ্য সরকারের কাছ থেকে ৬৬ হাজার রুপি পেয়েছিল। ইতোমধ্যেই তারা ৩০ হাজার রুপি খরচ করে ফেলেছিল। আর ওই টাকার প্রতি ভাইয়ের লোভেই স্বামীসহ প্রাণ হারাতে হল ভাইকে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top