বাংলাদেশের গ্রামাঞ্চলে এমন অনেক মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত সুইমিং পুলই দেখেননি বা নামই শোনেননি। হয়তো বা এর মানেও বুঝেন না। তবে শহুরে মানুষের ক্ষেত্রে অবশ্য একথা প্রযোজ্য নয়। শহুরে মানুষের অনেকেই সুইমিং পুলে সাঁতার কেটে অভ্যস্ত।
কিন্তু কোনো প্রাণীর জন্যে সুইমিং পুল আছে এমন কথা এর আগে কখনো শোনা যায়নি। তাও আবার হাতির জন্য! তবে তাতো অবাক হওয়ার মতোই, হ্যাঁ অবাক করে দিয়েই হাতির জন্যেই এক সুইমিং পুল তৈরি করা হয়েছে জাপানে।
বিশ্বের ইতিহাসে এই প্রথম হাতির জন্য স্বচ্ছ পানির সুইমিং পুল তৈরি করলো জাপানের ফুজি সাফারি পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানান, হাতির পূর্ণমাত্রায় শরীর চর্চা করতে এবং দর্শনার্থীদের হাতির সাঁতার দেখাতে এই সুইমিং পুল বানানো হয়েছে। সূত্র: স্কাই নিউজ