শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিবের (এপিএস) পদ থেকে মন্মথ রঞ্জন বাড়ৈ মনিকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রত্যাহার করে আদেশ জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রী এপিএসের পদ থেকে মন্মথ রঞ্জনকে প্রত্যাহারের অনুরোধ করেন। জনপ্রশাসন মন্ত্রণায় তাকে প্রত্যাহারের আদেশ জারি করেছে। শিক্ষা কর্মকর্তা হওয়ায় পরবর্তীতে তাকে শিক্ষা মন্ত্রণালয় পদায়ন করবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ শেষে গত শুক্রবার দেশে ফিরে মন্মথ রঞ্জন শিক্ষামন্ত্রীর কাছে অব্যাহতির আবেদন করেছিলেন। অব্যাহতি চেয়ে এর আগেও দু’বার আবেদন করেছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ শিক্ষামন্ত্রী প্রথম দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর এপিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত সাড়ে ৬ বছরের বেশি সময় যাবত বদলি, পদোন্নতি, পদায়ন ও নিয়োগসহ বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৪ সালেও তিনি ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু। ঈদের ছুটির পর সোমবারও মন্মথ রঞ্জনকে অফিস করতে দেখা গেছে।