ব্রাজিলের ঘরোয়া ফুটবলে একই ম্যাচে গোল করেছেন রিভালদো আর তার ছেলে রিভালদিনিয়ো। তাদের গোলে দ্বিতীয় বিভাগের ম্যাচটিতে মোগি মিরিম ৩-১ গোলে হারিয়েছে মাকায়েকে।
বার্সেলোনার সাবেক খেলোয়াড় ৪৩ বছর বয়সী রিভালদো শুধু গোলই করেননি, দলের বাকি দুটি গোলেও অবদান রাখেন। রিভালদোর পাস থেকেই হেড থেকে গোল করেন রিভালদিনিয়ো। দলের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে নিজেই করেন রিভালদো। ছেলের করা দলের তৃতীয় গোলটিতেও অবদান রাখেন তিনি।