দেশের তিন জেলায় বুধবার বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রাজশাহীর ছয়জন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন ও ফেনীর তিনজন রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
রাজশাহী : জেলার পুঠিয়ার বানেশ্বর বাজারে দু’জন, নগরীর মতিহার থানার কুখণ্ডী এলাকায় একজন এবং দুপুরে মোহনপুর থানার বাকশিমইল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, নিহত দু’জন শ্বশুর-জামাই। তারা পাবনার শাহজাদপুর থেকে কাপড় কিনে পিকআপে করে নাচোলে ফিরছিলেন। এ সময় বানেশ্বর বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নাজমুল ও মিজানুর গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নাজমুলকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় মিজানুর মারা যান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাকশিমইল এলাকায় দুটি ট্রাক ও একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার এসআই মাহবুব হোসেন জানান, বুধবার সকালে নগরীর কুখণ্ডী এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বিজয়নগর থানার ওসি মো. আব্দুর রব বলেন, ‘বুধবার বিকেলে মহাসড়কের বিজয়নগর থানার বুধন্তি এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত দুই জনের মধ্যে এক অজ্ঞাত মহিলা হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে মারা যান। আরও একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়ক কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।’
এদিকে বিকেল পৌনে ৫টার দিকে একই উপজেলার আমতলী বীরপাশায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আবদুর রব জানান, বাসটি পাশের খাদে পড়ে অন্তত ১০ ফিট পানির নিচে তলিয়ে যায়। বাসটি উদ্ধারের কাজ চলছে।
ফেনী : ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার গভীর রাতে ও বুধবার দুপুরে এ সব দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান, মহিপুরের লালপুরে বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের মোহাম্মদ খলিল (৫০) নামে এক যাত্রী নিহত হন। এ সময় পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত মোহাম্মদ উল্যাহ (২৮), মোহাম্মদ মজিদ (২১), মোহাম্মদ মিজান (২০) ও শহীদুল আলম (৩৩) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল সিলোনিয়ায় মিনি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহতরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর নজির আহম্মেদ ফিলিং স্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সড়কের ভুল পথ দিয়ে চলার দায়ে একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানটি না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসআই আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। খবর পেয়ে তার সহকর্মী অন্য পুলিশ সদস্য আহত আবুল কালাম আজাদকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ জানান, পৃথক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’
নিহতদের মধ্যে রাজশাহীর ছয়জন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন ও ফেনীর তিনজন রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
রাজশাহী : জেলার পুঠিয়ার বানেশ্বর বাজারে দু’জন, নগরীর মতিহার থানার কুখণ্ডী এলাকায় একজন এবং দুপুরে মোহনপুর থানার বাকশিমইল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, নিহত দু’জন শ্বশুর-জামাই। তারা পাবনার শাহজাদপুর থেকে কাপড় কিনে পিকআপে করে নাচোলে ফিরছিলেন। এ সময় বানেশ্বর বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নাজমুল ও মিজানুর গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নাজমুলকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় মিজানুর মারা যান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাকশিমইল এলাকায় দুটি ট্রাক ও একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার এসআই মাহবুব হোসেন জানান, বুধবার সকালে নগরীর কুখণ্ডী এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বিজয়নগর থানার ওসি মো. আব্দুর রব বলেন, ‘বুধবার বিকেলে মহাসড়কের বিজয়নগর থানার বুধন্তি এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত দুই জনের মধ্যে এক অজ্ঞাত মহিলা হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে মারা যান। আরও একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়ক কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।’
এদিকে বিকেল পৌনে ৫টার দিকে একই উপজেলার আমতলী বীরপাশায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আবদুর রব জানান, বাসটি পাশের খাদে পড়ে অন্তত ১০ ফিট পানির নিচে তলিয়ে যায়। বাসটি উদ্ধারের কাজ চলছে।
ফেনী : ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার গভীর রাতে ও বুধবার দুপুরে এ সব দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান, মহিপুরের লালপুরে বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের মোহাম্মদ খলিল (৫০) নামে এক যাত্রী নিহত হন। এ সময় পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত মোহাম্মদ উল্যাহ (২৮), মোহাম্মদ মজিদ (২১), মোহাম্মদ মিজান (২০) ও শহীদুল আলম (৩৩) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল সিলোনিয়ায় মিনি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহতরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর নজির আহম্মেদ ফিলিং স্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সড়কের ভুল পথ দিয়ে চলার দায়ে একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানটি না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসআই আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। খবর পেয়ে তার সহকর্মী অন্য পুলিশ সদস্য আহত আবুল কালাম আজাদকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ জানান, পৃথক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’