দুঙ্গার কারণেই নেইমারের শাস্তির বিরুদ্ধে আপিল হয়নি

S M Ashraful Azom
নেইমারের চার ম্যাচ বহিষ্কারাদেশ বেশ দৃঢ়ভাবেই সমর্থন করেছেন কোচ দুঙ্গা। তার কারণেই এই শাস্তির বিপক্ষে কোনো ধরনের আপিল করা যায়নি বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল এসোসিয়েশনের (সিবিএফ) জেনারেল সেক্রেটারী ওয়াল্টার ফেল্ডম্যান।
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সেলেসাও অধিনায়ক ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে রেফারি এনরিকে ওসেস তাকে লাল কার্ড দেখান। পরবর্তী সময়ে ঘটনার গুরুত্ব অনুধাবন করে নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। এই নিষেধাজ্ঞার কারণে নেইমার কার্যত আর কোপা আমেরিকায় খেলতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য নেইমারের শাস্তির বিপক্ষে সিবিএফ এর আপিল করার একটি পথ ছিল। কিন্তু সিবিএফ তা করেনি।
এই সিদ্ধান্তের পক্ষে কথা বলতে গিয়ে ফেল্ডম্যান বলেছেন, ‘দুঙ্গার কারণেই আপিল করা সম্ভব হয়নি। নেইমারের ভবিষ্যতের কথা চিন্তার করেই দুঙ্গা আপিল করতে রাজী হননি। 
কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়ে ব্রাজিলের কোপা আমেরিকা শেষ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আরো দুই ম্যাচ নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাত্ ২০১৮ সালের বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দিকে ম্যাচগুলোতে হয়ত তিনি খেলতে পারবেন না।
খবর বাসসের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top