কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক জন বিএসএফ জওয়ান নিহত হয়েছে। রবিবার রাতভর নিয়ন্ত্রণরেখা বরাবর দু পক্ষের মধ্যে গুলি ও মর্টার শেল বিনিময়ের ঘটনা ঘটে। উভয়পক্ষই উস্কানির জন্য পরস্পরকে দায়ী করেছে।
শ্রীনগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক মুখপাত্র বলেন, 'রবিবার রাতে নাওগাম সেক্টরে পাকিস্তানী বাহিনী শান্তিচুক্তি ভঙ্গ করে আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এক বিএসএফ কনস্টেবল নিহত হন।'
অন্যদিকে জম্মুতে নিয়ন্ত্রণ রেখার কাছে অর্নিয়া সেক্টরে ছয়টি বর্ডার আউট পোস্ট (বিওপি) লক্ষ্য করে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করে পাকিস্তানী বাহিনী। তারা বিওপি লক্ষ্য করে ৮৮ এমএম মর্টার শেল ও কিছু মাঝারি আগ্নেয়াস্ত্রের গুলি ছোঁড়ে। এতে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএসএফের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পাকিস্তান রেঞ্জার্সের হামলার মুখে অবস্থান নিয়ে পাল্টা জবাব দেয় বিএসএফও। রবিবার গভীর রাত থেকে শুরু হওয়া এই গোলাগুলি চলে সোমবার ভোর পর্যন্ত।
এদিকে রেঞ্জার্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএসএফ সদস্যরা সীমান্তের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছোঁড়ে। বিএসএফ’র আক্রমণের পাল্টা জবাব দেয় রেঞ্জার্স। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও চারোয়ায় বেশকিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাতভর গোলাগুলি হলেও সোমবার সকালে নতুন করে কোন গোলাগুলির খবর পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি