জাপানকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জেতায় যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই টুইটার বার্তায় এ আমন্ত্রণ জানান তিনি।
টুইটারে নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়ে ওবামা লেখেন, 'আমাদের দেশ তোমাদেরকে নিয়ে গর্বিত। বিশ্বকাপ নিয়ে শীঘ্রই তোমাদের হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ।'
সোমবার ভোরে অনুষ্ঠিত ফাইনালে মানা ইয়াবুচিদেরকে ৫-২ গোলে বিধ্বস্ত করে নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতে আমেরিকান মেয়েরা। অধিনায়ক কার্লি লয়েড একাই করেন তিনটি গোল। ফাইনালে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে মোট ছয় গোল করে 'গোল্ডেন বল' জিতেছেন তিনি।
তাই ওবামার টুইট বার্তায় আমেরিকান তারকার জন্য থাকলো আলাদা প্রশংসা, 'যুক্তরাষ্ট্রের জন্য এটি অসাধারণ বিজয়। চমৎকার খেলেছ কার্লি লয়েড।'
শিরোপা জয়ের মধ্যে দিয়ে নিজেদের দেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে কোচ জিল এলিসের মেয়েরা। যুক্তরাষ্ট্রই এখন নারী ফুটবলের তিনটি শিরোপা জেতা একমাত্র দল। এর আগে ১৯৯১ এবং ১৯৯৯ সালে শিরোপা জেতে তারা। একটি শিরোপা কম নিয়ে তাদের পিছনে রয়েছে জার্মানি। সূত্র: এএফপি