সেরা আন্তর্জাতিক অ্যাথলেটের পুরস্কার জিতেছেন বার্সেলোর ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০১৫ সালে দুর্দান্ত একটি মৌসুম পার করায় ইএসপিওয়াইয়ের বেস্ট ইন্টারন্যাশনাল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের স্পোর্টস মিডিয়া ইএসপিএন। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী মেসিকে এবার পুরস্কারের জন্য নির্বাচিত করা হল। পুরস্কার জেতার দৌড়ে মেসি পেছনে ফেলেছেন নোভাক জকোভিচ, ব্রিটিশ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লেউইস হ্যামিল্টন, কোরিয়ান গলফার লিডিয়া কো ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন পুর্তগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।