ক্রিকেট ম্যানিয়া’র সুবাদে তৌহিদা শ্রাবণ্যকে এখন কে না চেনে! জিটিভির এই অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য চ্যানেলেও নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এবার তাকে দেখা যাবে অভিনয়ে। তবে এবারের ঈদ নয়, কোরবানি ঈদের চারটি নাটকে কাজ করবেন শ্রাবণ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু আমি নিজেকে প্রস্তুত করতে চেয়েছি। মনে হচ্ছে এখন অভিনয় করার যুতসই সময়।’ এদিকে এবারের ঈদে বৈশাখী টিভির রাতের সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক মোমেন্টস’ সাতদিনই উপস্থাপনা করবেন শ্রাবণ। এ ছাড়া বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট চলাকালে প্রতিদিনই হাজির হবেন ‘ক্রিকেট ম্যানিয়া’ নিয়ে।