তুরস্কের ইস্তাম্বুলের ব্লু মসজিদে ঈদের জামাতের আগ মুহূর্ত। দ্য রিপোর্ট ডেস্ক : আরব রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে শুক্রবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পাঠকদের উদ্দেশ্যে আলজাজিরা থেকে নেওয়া বিভিন্ন রাষ্ট্রে ঈদুল ফিতর পালনের ছবি তুলে ধরা হলো— ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তার পরঙ্কুসুমো সৈকতে ঈদের জামাতে নারীরা। ফিলিপাইনের মগুইন্দানো প্রদেশের দাতু সৌদি আম্পাতাউন শহরের পিঙ্ক মসজিদ থেকে ঈদের নামাজ শেষে ফিরছেন নারীরা। অস্ট্রেলিয়ার সিডনির লেকাম্বা মসজিদে ঈদের জামাত শেষে উটের পিঠে চড়ে ঘুরছে শিশুরা। সিরিয়ার দামেস্কের জোবার এলাকায় ধ্বংসস্তূপের মাঝেও ঈদের আনন্দ ভাগ করছে শিশুরা। ফিলিস্তিনের গাজায় আনন্দরত শিশুরা। জেরুজালেমের আল-আকসা মসজিদের সামনে বেলুন উড়াচ্ছে এক শিশু। আফগানিস্তানের জালালাবাদে শিশুদের ঈদ আনন্দ। মিসরের কায়েরোতে ঈদ উদযাপন। পুলিশের উপস্থিতিতে রাশিয়ার মস্কোতে ঈদের নামাজ পড়ছে মুসলিমরা। লিবিয়ার বেনগাজিতে বাবার সঙ্গে ঈদের নামাজ পড়ছে এক শিশু। চীনের কুইনঘাই প্রদেশের দাতংয়ে ঈদের নামাজে মুসল্লিরা।