ঈদ উপলক্ষে জাল টাকার বাজারজাতের টার্গেট থাকে বিপনি-বিতানগুলো। আর রাজধানীতে জাল টাকা উত্পাদন ও বিপনণের সঙ্গে জড়িত এমন ১৫ চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম।
সোমবার দিনগত রাতে রাজধানীর গুলিস্থান মহানগর নাট্যমঞ্চের সামনে এবং মিরপুর এলাকায় জাল টাকা লেনদেনের সময় ১০ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ ও র্যাব।
৭ জন গ্রেফতারের ঘটনায় মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপকমিশনার মাহবুব আলম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকায় জাল টাকা লেনদেনের সময় ৭ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন—আলাউদ্দিন, ইউনুস মিয়া, আলতাফ হোসেন, রঞ্জু, বাদল হোসেন, মিল্টন শেখ ও ইউসুফ আলী হাওলাদার। সে সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৮ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে জাল টাকার ব্যবসার করে আসছে। রাজধানীতে এমন ১৫টি চক্র সাক্রিয় রয়েছে বলে তথ্য রয়েছে।
এ দিকে, র্যাবের লিগ্যাল ও মিডিয়া উয়িংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান—গোপন সংবাদের প্রেক্ষিতে সোমবার দিনগত রাতে র্যাব-১-এর একটি দল মিরপুর এলাকায় মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেটের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন—রুবিনা আক্তার সালমা (৩০), সোহেল রানা (২২) ও হামিদুল শেখ (২০)। সে সময় তাদের কাছ থেকে এক লাখ ৪৯ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় কর্মকর্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন মার্কেট ও শপিং মলে জাল টাকা লেনদেন করাই এদের মূল উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।