ঝিনাইদহে ৭৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- রাজবাড়ীর পাংশার পুইজোর গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিফ ওরফে আকাই (২৮) ও একই গ্রামের নজর আলীর ছেলে শাহাদত হোসেন (৩০)।
এর আগে রোববার (১৯ জুলাই) দিনগত রাত ১২টার দিকে মাগুরা-যশোর রোডের কাটাখালী বাজার থেকে ফেনসিডিল ভর্তি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্যটি জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের (র্যাব-৬) সহকারী পরিচালক (এএসপি) মো. নুরুজ্জামান জানান, ফেনসিডিল পাচারের খবর জানতে পেরে র্যাবের একটি দল মাগুরা-যশোর সড়কের কাটাখালী বাজারের কাছে একটি রাইস মিলের পাশে আগে থেকে ওৎ পেতে থাকে।
একপর্যায়ে মালবাহী একটি ট্রাক ওই স্থানে এলে সেটিকে থামার নির্দেশ দেয় র্যাব সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ীরা ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে আরিফ ও শাহাদত হোসেনকে ধাওয়া করে আটক করে র্যাবের সদস্যরা।
আরিফ ও শাহাদত হোসেন যশোরের বাগ আঁচড়া সীমান্ত থেকে ফেনসিডিলগুলো রাজবাড়ী নিয়ে যাচ্ছিলো বলে জানায় র্যাব সদস্যরা।