'চীন কেন্দ্রিক' পড়ালেখার প্রতিবাদে তাইওয়ানে বিক্ষোভ

S M Ashraful Azom
পাঠ্যক্রমে 'চীন কেন্দ্রিক' পড়ালেখার প্রতিবাদে তাইওয়ানের প্রায় দুই শ শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছে। তাইওয়ানের ওপর বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাবের প্রতিবাদে গত বছর তাইওয়ানের পার্লামেন্ট তিন সপ্তাহ ধরে অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।
 
বিক্ষোভকারী ছাত্ররা সেদেশের শিক্ষাব্যবস্থাকে 'ব্রেইনওয়াশিং এডুকেশন' হিসেবে আখ্যা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তারা তাদের পাঠ্যবই তুলে ধরে স্লোগান দেন। এসময় পার্লামেন্ট অবরোধকারীরাও বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই আগামী সেপ্টেম্বর থেকে কারিকুলামে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। নতুন কারিকুলামে তাইওয়ানের সার্বভৌমত্বের প্রতি অবহেলা করা হয়েছে বলে তাদের অভিযোগ।
 
চু চেন নামের এক ছাত্র বার্তা সংস্থা এএফপির কাছে অভিযোগ করে বলেন, "পাঠ্যক্রমে 'বৃহত্তর চীন' মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top