ঈদে ছেলেদের চুলের কাট কেমন হবে তা নিয়ে আমাদের এবারের আয়োজনে পরামর্শ দিয়েছেন হেয়ারস্টাইল স্পেশালিস্ট ও সুপার কাট সেলুন-এর সিইও সাইফুল ইসলাম রচি।
বর্তমানে আমাদের দেশে ‘অল ইন ওয়ান স্টাইল’ আলোড়ন ছড়িয়েছে। এই হেয়ার কাটের মাধ্যমে আমরা সহজে ক্যাজুয়াল হেয়ার স্টাইল করতে পারব। এই হেয়ার কাটের প্রধান গুণ হলো সহজে ক্যাজুয়াল থেকে নরমাল লুক করা যায়। ছোট চুলের জন্য অল ইন ওয়ান স্টাইল সবার জন্য মানানসই হেয়ার স্টাইল।
অল লেয়ার স্পাইক কাট
এ যুগের নতুন হেয়ার লুক ‘অল লেয়ার স্পাইক কাট’। এই কাটের মাধ্যমে আমরা সহজে সবধরনের লেয়ার স্পাইক কাট করতে পারব। বড় চুলের ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই চুলের কাট অনেক ভালো। এই স্টাইল কাটের প্রধান লুক হলো স্টাইল অফিসিয়াল কাট। এই কাটের আরেকটি লুক হলো আমরা সহজে ক্যাজুয়াল লুক থেকে অফিসিয়াল লুকে আসতে পারব। আবার ক্ষণিকের মধ্যে অফিসিয়াল লুক থেকে ক্যাজুয়াল লুক করতে পারব।
লং হেয়ার স্টাইল
বর্তমান আমাদের দেশে ‘লং হেয়ার স্টাইল’-এর চল আবার এসেছে। বড় চুলের ঝামেলা থেকে রক্ষা পাওয়ার নতুন স্টাইল লং হেয়ার স্টাইল। হেয়ার পাম্প স্টাইল করার জন্য লং হেয়ার স্টাইল আমাদের জন্য উপযোগী। এখন আমাদের দেশে লং আনডার কাট বহুল প্রচলিত স্টাইল এবং এরসাথে দুই বা তিনটি হাই-লাইট কালার করলে আরও স্মার্ট দেখাবে। মুখের ধরনটি যদি লম্বা দেখা যায় তাহলে এই স্টাইলটি তার জন্য উপযোগী।