'তুরস্কে আত্মঘাতী হামলাকারী চিহ্নিত'

S M Ashraful Azom
তুরস্কের সুরুক শহরে আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে দেশটির সরকার দাবি করেছে। হামলাকারী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ২০ বছর বয়সী একজন তরুণ। হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হচ্ছে।
 
এদিকে সোমবারের ওই হামলায় ৩২ জন নিহত হওয়ার ধকল কাটিয়ে ওঠার আগেই সুরুকের পার্শ্ববর্তী একটি শহরে দুই পুলিশ অফিসারকে তাদের বাড়িতে নিহত অবস্থায় পাওয়া গেছে। তাদের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদী তৎপরতার সূত্র সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা সম্ভব হয়নি।
 
হামলার পর মঙ্গলবার ইস্তাম্বুলে শত শত মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীরা সরকারের সিরিয়া নীতির নিন্দা জানিয়ে স্লোগান দেয়। পুলিশ বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস ও জল-কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top