ফিফা
সভাপতি সেপ ব্ল্যাটার দাবি করেছেন ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের
আয়োজক ঠিক করার ভোটাভুটির প্রাক্কালে ফ্রান্স ও জার্মানির প্রেসিডেন্টরা
রাজনৈতিক চাপ প্রয়োগ করেছিলেন।
৭৯
বছর বয়সী ব্ল্যাটার বলেন,'আমরা যে কাতারে একটা বিশ্বকাপ পেয়েছি তার পেছনে
কারণ এটাই।' যদিও এই বিশ্বকাপের ভোটাভুটির বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।
ব্ল্যাটার
অভিযোগ করেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং জার্মানির
তৎকালীন প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফ ২০১০ সালে ভোটকে প্রভাবিত করার চেষ্টা
চালিয়েছিলেন।
জার্মান
পত্রিকা 'ওয়েল্ট অ্যাম সোনট্যাগ' কে দেওয়া সাক্ষাতকারে ব্লাটার বলেন,
'রাশিয়া এবং কাতারকে বিশ্বকাপ দু'টির জন্য বেছে নেয়ার আগে দুই দফায়
রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছিল। সারকোজি এবং উলফ ভোটারদেরকে প্রভাবিত করার
চেষ্টা করেছিলেন।'
কাতার
২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতির অভিযোগ
ওঠে। মে মাসের শেষদিকে ফিফার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে
গ্রেফতার করা হলে অভিযোগটি আরো জোরালো হয়। বর্তমানে সুইজারল্যান্ড
কর্তৃপক্ষ ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ আয়োজক নির্বাচনের ভোট প্রক্রিয়া
তদন্ত করছে।
জার্মান
ফুটবল ফেডারেশনকে অর্থনৈতিক স্বার্থে কাতারকে ভোট দেওয়ার সুপারিশ করা
হয়েছিল বলেও দাবি করেন ব্ল্যাটার। তিনি অভিযোগ করে বলেন, 'জার্মানির
কোম্পানিগুলোর দিকে তাকান। জার্মান রেলওয়ে কনস্ট্রাকশনসহ অনেকগুলো কোম্পানি
আগে থেকেই কাতারে প্রকল্প নির্মাণের কাজে নিযুক্ত।'
রাজনৈতিক
চাপের কারণে ফিফা কর্তৃপক্ষ বিতর্কিত সিদ্ধান্তটি নিলেও নিজেকে নির্দোষ
দাবি করেছেন ব্ল্যাটার। ফিফা সভাপতি জানান, 'নির্বাহী কমিটির অধিকাংশই
চেয়েছেন কাতারে একটি বিশ্বকাপ আয়োজিত হোক। তাই সিদ্ধান্তটি আমাকে গ্রহণ
করতে হয়েছে।' সূত্র:বিবিসি