মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মিসর পৌঁছেছেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গুরুত্বপূর্ণ আলোচনা পুনরায় শুরু করতে
রবিবার কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক
করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এএফপি'র এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কায়রোতে জন কেরি মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গেও এক ‘কৌশলগত আলোচনায়’ অংশ নেবেন বলে জানানো হয়েছে। দেশটিতে ২০১১ সালে সংঘটিত বিপ্লবের পর থেকেই এমন বৈঠক করে আসছে যুক্তরাষ্ট্র। এর ফলাফল হিসেবে গত মার্চে মিসরের ওপর থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বার্ষিক সামরিক বরাদ্দের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে বিরোধীদের প্রতি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের দমন ও নিপীড়নের ব্যাপারেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র। অবশ্য সম্প্রতি দেশটিকে এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহের ব্যাপারে সবুজ সংকেত দেয় মার্কিন সরকার।
কায়রোতে জন কেরি মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গেও এক ‘কৌশলগত আলোচনায়’ অংশ নেবেন বলে জানানো হয়েছে। দেশটিতে ২০১১ সালে সংঘটিত বিপ্লবের পর থেকেই এমন বৈঠক করে আসছে যুক্তরাষ্ট্র। এর ফলাফল হিসেবে গত মার্চে মিসরের ওপর থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বার্ষিক সামরিক বরাদ্দের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে বিরোধীদের প্রতি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের দমন ও নিপীড়নের ব্যাপারেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র। অবশ্য সম্প্রতি দেশটিকে এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহের ব্যাপারে সবুজ সংকেত দেয় মার্কিন সরকার।