লিওনেল মেসিকে আর্জেন্টিনার ক্রিড়া জগতের ‘মুকুট মণি’ আখ্যা দিয়ে দেশটির বাস্কেটবল তারকা মানু গিনোবিলি মন্তব্য করেছেন, ‘আর্জেন্টিনার পন্ডিতদের সমালোচনার মুখে মেসি অসুস্থ হয়ে পড়বেন। বার্সেলোনাও বিষয়টি ভালোভাবে দেখবে না।’
বার্সেলোনা তারকা মেসির নেতৃত্বে বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে উঠেছে স্মরণ করিয়ে এই গিনোবিলি বলেন, ‘মেসি বিস্ময়কর খেলোয়াড়। তার অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা দুটি বড় আসরের ফাইনালে খেলেছে।’
সূত্র: গোল.কম।