সেবা ডেস্ক: বাংলাদেশে সস্তায় জলবিদ্যুত্ রফতানি করতে আগ্রহী ভুটান। দেশটির ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুত্ উত্পাদনের সামর্থ্য রয়েছে। ভুটানের সফররত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিওনপো নুরবু ওয়াংচুক গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্কালে এ কথা বলেন। ভুটানের মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুত্ চাহিদা মেটাতে আমরা সস্তায় বিদ্যুত্ দিতে চাই। ভুটান বর্তমানে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করছে বলে তিনি জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী ভুটান থেকে বিদ্যুত্ আমদানি এবং ওই দেশের পরবর্তী বিদ্যুত্ প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে বিদ্যুত্ চাহিদা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, জলবিদ্যুত্ উত্পাদনের জন্য ভুটান খুবই সম্ভাবনাময় একটি দেশ। সম্প্রতি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত মোটরযান চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ৪ দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে। স্বাধীন দেশ হিসেবে ভুটানের বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়ার কথা শেখ হাসিনা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশিদের হূদয়ে দেশটির বিশেষ স্থান রয়েছে। তিনি সফররত মন্ত্রীর মাধ্যমে ভুটানের রাজা, রানী ও প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা প্রেরণ করেন। মন্ত্রীও প্রধানমন্ত্রীর কাছে ভুটানের রাজা, রানী ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। ওয়াংচুক বলেন, বাংলাদেশের জনগণের জন্য ভুটানের জনগণের শুভ কামনা রয়েছে এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অনন্য অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে শেখ হাসিনার উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বেরও প্রশংসা করেন এবং জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও বিদ্যুত্ সচিব মনওয়ারুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-মালয়েশিয়া অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার নরলিন বিনতি ওথমান গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী টেক্সটাইল, বিদ্যুত্, অবকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন। ঢাকায় অবস্থানকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ওথমানকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
‘বিএনপি গুপ্তহত্যায় লিপ্ত’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাস চালিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্তহত্যা শুরু করেছে বিএনপি-জামায়াত জোট। গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে সন্ত্রাসী হামলায় নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শাহাবুদ্দিন ফরায়েজীর পরিবারের সদস্যরা সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ফরম সংগ্রহ ৬ ও ৭ নভেম্বর
এদিকে রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আগামী ৬ ও ৭ নভেম্বর মনোনয়নের আবেদনপত্র বিক্রি করা হবে। এই দু’দিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ৮ নভেম্বর দুপুর ২টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।