প্রাণভিক্ষা বিষয়ে জবাব আসেনি

S M Ashraful Azom
ধবার রিভিউ খারিজের মধ্য দিয়ে আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় জামায়াতে ইসলামী ও বিএনপির দুই নেতা যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর সামনে কেবল প্রাণভিক্ষার সুযোগ ছিল। কিন্তু তারা প্রাণভিক্ষা চাইবেন কি না সে প্রশ্নের কোনো জবাব এখনও পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এখনও আমার কাছে কিছু আসেনি।”
রাতে রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর দুই ফাঁসির আসামিকে তা পড়ে শোনানো হয় বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। সাজাপ্রাপ্তরা আবেদন না করলে বা রাষ্ট্রপতির অনুকম্পা না পেলে সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ, যার সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে ডিআইজি প্রিজন গোলাম হায়দার জানিয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বটমলি হোম গার্লস হাইস্কুলের এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন সজাগ রয়েছেন। তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এর প্রতিটি পদক্ষেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি। আইনের ব্যতয় ঘটিয়ে আমরা কিছুই করছি না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে। সর্বোপরি দেশের সর্ব সাধারণ এই রায়কে স্বাগত জানিয়েছে। এই রায় বাস্তবায়িত হোক, সর্বসাধারণ এটা চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলেই যেকোনো সময়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড অকার্যকর করতে নানান ধরনের কৌশলে দীর্ঘমেয়াদি নাশকতার পরিকল্পনা চলছে। এসব ব্যাপারে আমাদের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রয়েছে।

তিনি আরো বলেন, এই দুজনের বিরুদ্ধে সকল বিচার কাজ শেষ হয়েছে। আইন মেনেই ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকরে নিরাপত্তা নিয়ে বড় কোনো ঝুঁকি নেই। সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top