বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দিল রিদাদ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাসায় চলছে শোকের মাতম। তবে সেই শোকটাও পালন করতে পারছেন না পরিবারের সদস্যরা। কারণ দীপনের একমাত্র ছেলে রিদাদকে সময়ের প্রয়োজনে বাবার শোক ভুলে আজ (রোববার) শুরু হওয়া জেএসসি পরীক্ষা দিতে হচ্ছে। 
দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমানের চাকরির সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক কোয়ার্টারেই থাকতেন দীপন। কোয়ার্টারের ৭/এ ফ্ল্যাটে দুই সন্তান নিয়ে বসবাস ছিল বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার রাজিয়া ও প্রকাশক দীপনের।
তাদের এক ছেলে রিদাদ ও এক মেয়ে রিদমা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে রিদাদ।আজ সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল রিদাদের। পরীক্ষার পর পরীক্ষা নিয়ে কথা হল দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে। বললেন, ‘রিদাদ পরীক্ষা দিতেই চাইছিল না। অনেক বোঝানোর পর তাকে পরীক্ষার জন্য রাজি করানো হয়েছে। পরীক্ষা দিয়ে আসার পর ওতো বলছে পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু আমাদের সংশয় আছে।’
তিনি আরো জানান, ‘গত রাতে অনেকেই এসেছিলেন সমবেদনা জানাতে। তাকে (রিয়াদকে) আলাদা একটি একটি রুমে পড়তে বসিয়ে দেয়া হয়েছিল। সে একটু পর পর পড়া থেকে উঠে অন্য রুমে চলে আসছিল। কতটুকু পড়েছে জানি না।’





#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top