মামুনের সাবেক স্ত্রীর খালাসের রায়ও বাতিল

Unknown
সেবা ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাবেক স্ত্রী শাহিনা ইয়াসমিনের খালাসের রায়ও বাতিল করে ফের শুনানির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান; শাহিনা ইয়াসমিনের পক্ষে ছিলেন শাহ মনজুরুল হক।  
জানা গেছে, ২০১২ সালের ৩০ জুলাই মামুন ও তার সাবেক স্ত্রী শাহিনা ইয়াসমিনকে খালাস দেয় হাইকোর্ট।
আগের দিন একই মামলায় মামুনের খালাসের রায় বাতিল করে আবার শুনানি করার নির্দেশ দেয় আপিল বিভাগ।
গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। মুদ্রা পাচারের একটি মামলায় সাত বছরের সাজা খাটছেন মামুন।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ৫০ ব্যক্তির সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক। ৭২ ঘণ্টার মধ্যে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়। মামুন ছিলেন তাদেরই একজন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top