লিভ-টুগেদার করতে যা"েছন প্রিয়াঙ্কা চোপড়া

Unknown
সেবা ডেস্ক: প্রেম, গোপন অভিসারের পর এবার প্রিয়াঙ্কা চোপড়ার নামের পাশে যুক্ত হয়েছে আরেক গুঞ্জন। প্রিয়াঙ্কা নাকি লিভ-টুগেদার করতে যাচ্ছেন।

ঘটনটি কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি, তবে বাস্তবে নয়। প্রিয়াঙ্কা চোপড়াকে লিভ টুগেদার করতে দেখা যাবে সেলুলয়েডের পর্দায়।

এক কবির বক্ষলগ্না হয়ে থাকতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই কবির নাম শাহির লুধিয়ানভি। ১৯৮০ সালে মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত এই কবির জীবনী অবলম্বনেই নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর সেই কবির সঙ্গে লিভটুগেদার রত রমনীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

পাকিস্তানি বংশোদ্ভূত শাহির লুধিয়ানভি’র নামে ভারতে বদনাম রয়েছে প্রচুর। ভারতে স্থায়ী আবাসগড়া এ কবির বিরুদ্ধে খোলামেলা প্রেম, লিভটুগেদার আর বদমেজাজী খেতাব রয়েছে। জানা যায়, লুধিয়ানভি প্রথমে প্রেম করেন বিখ্যাত লেখিকা অমৃতা প্রীতমের সঙ্গে, এরপর সুধা মালহোত্র নামে এক গায়িকার সঙ্গে দীর্ঘ দিন লিভ টুগেদার করেছেন তিনি।

লুধিয়ানভি’কে নিয়ে নির্মিত ছবির নামও নেতবিাচক। ‘গুসতাখিয়াঁ’। বাংলায় যার মানে অপরাধ।

কিংবদন্তি এই কবির চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিংহ রাজপুত। সঞ্জয় লীলা বনশালী’র প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নতুন পরিচালক আশি দুয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top